‘কথা কম বলেন, কাজ হয়ে যাবে’: শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
কক্সবাজারের চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলামের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওটিতে দেখা যায়, তিনি একজন মাদ্রাসা সুপারের কাছ থেকে টাকা নিচ্ছেন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অফিসে এ অর্থ লেনদেনের ঘটনা ঘটে।
গোপন ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে নজরুল ইসলামকে বলতে শোনা যায়, 'এদিকে অনেকের আনাগোনা আছে। চুপ থাকেন, কথা কম বলেন, কাজ হয়ে যাবে।'
টাকা দেওয়ার সময় ডুলাহাজারা রিংভং রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাহবুবুল আলম সিদ্দিকী বলেন, 'স্যার, এগুলো রাখেন, এখানে এক আছে।'
পরে তিনি আরও বলেন, 'স্যার, তাহলে বাকি কথা মোবাইলে হবে।'
মাহাবুবুল আলম সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘুষ দেওয়ার বিষয়টি স্বীকার করেন।
তবে কেন ঘুষ দিয়েছেন তা না জানিয়ে তিনি বলেন, 'সেদিন আমি ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন। কে ভিডিওটি করেছে, তা আমি জানি না।'
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়।
তবে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর পক্ষ থেকে দশবারেরও বেশি ফোন করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। পরে তার হোয়াটসঅ্যাপ নম্বরে ক্ষুদে বার্তা পাঠিয়েও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এ বিষয়ে কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন আহমদ বলেন, 'ঘুষ গ্রহণকারী ও ঘুষদাতা উভয়েই সমান অপরাধী।'
তিনি আরও জানান, যথাযথ প্রমাণ পাওয়া গেলে চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।