বৃষ্টির জন্য অপেক্ষা
দেশজুড়ে তাপদাহের মধ্যে বৃষ্টির জন্য অপেক্ষা দীর্ঘ হচ্ছে।
এরমধ্যে টানা এক মাসের তাপপ্রবাহের পর বৃহস্পতিবার বৃষ্টির দেখা পেয়েছে চট্টগ্রাম, সিলেট ও ঢাকাবাসী। কিছুটা স্বস্তি দিলেও তাপপ্রবাহ একেবারে কমাতে পারেনি সেই বৃষ্টি।
ঢাকাসহ বিভিন্ন এলাকায় তাপমাত্রা কিছুটা কমলেও গরমের মাত্রা এখনও খুব একটা সহনীয় নয়। তাই স্বস্তির বৃষ্টির অপেক্ষায় আছে সারাদেশ।
এরইমধ্যে এবার দেশবাসীকে স্বস্তির খবর দিল আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার রাতে উত্তরাঞ্চলে বৃষ্টিপাত শুরুর মাধ্যমে দেশে তাপপ্রবাহ কমতে শুরু করবে এবং বৃষ্টিপাত চলবে প্রায় সপ্তাহব্যাপী।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) আবহাওয়াবিদ তারিফুল নেওয়াজ কবির টিবিএসকে বলেন, "আজ (শনিবার) রাত থেকে রংপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হবে। আগামী ৭ দিন বৃষ্টিপাতের প্রবণতা আছে। তবে ৭ দিন বিরামহীনভাবে বৃষ্টি হবে– বিষয়টি তেমন নয়। বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টি হবে। তবে বৃষ্টিপাতের কারণে তাপপ্রবাহ কমে আসবে।"
এই আবহাওয়াবিদ আরও বলেন, "বৃষ্টিপাত কমলে আবারও তাপমাত্রা বাড়ার বা আরেকটি হিটওয়েভ আসার ঝুঁকি আছে। তবে এপ্রিলের তুলনায় সাধারণত মে মাসে বৃষ্টিপাত বেশি হয়।"
শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে টানা কয়েকদিন তাপপ্রবাহের শীর্ষে থাকা চুয়াডাঙ্গা ও যশোরের তাপমাত্রা কিছুটা কমেছে। শনিবার চুয়াডাঙ্গায় ৩৮.৫ ডিগ্রি এবং যশোরে ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিন ঢাকার তাপমাত্রা ছিল ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ তারিফুল নেওয়াজ কবির বলেন, গত কয়েক দিন দেশের বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে তাপমাত্রা কিছুটা কমেছে।
শনিবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে— রোববার ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও ঢাকা দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্র বৃষ্টি হতে পারে। সেইসাথে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রাও হ্রাস পাবে।
একইভাবে বুধবার পর্যন্ত সারাদেশে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
স্কুল-কলেজ খুলছে আজ
এদিকে, তাপপ্রবাহের কারণে কয়েকদিন বন্ধ থাকার পর আজ রোববার (৫ মে) থেকে সারাদেশে স্কুল, কলেজসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শনিবার (৪ মে) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকর্তৃক গত ২৫ এপ্রিল প্রকাশিত প্রজ্ঞাপনের শর্তাদি পালন সাপেক্ষে আগামীকাল রবিবার থেকে দেশের সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শ্রেণি কার্যক্রম চালুর বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাপ-জনিত অসুস্থতায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিকা
আজ রোববার ইউনিসেফের সহায়তায় স্বাস্থ্য সেবা অধিদপ্তর তাপ-জনিত অসুস্থতা নিয়ে একটি জাতীয় নির্দেশিকা ঘোষণা করতে যাচ্ছে। এ নির্দেশিকায় শিশু ও গর্ভবতী নারীদের জন্য তাপ-সম্পর্কিত স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচার ব্যাপারে করণীয় উল্লেখ থাকবে।
স্বাস্থ্য ও অন্যান্য সেক্টরের বিশেষজ্ঞদের সহযোগিতায় তৈরি এই নির্দেশিকাটি তাপ-সম্পর্কিত স্বাস্থ্যঝুঁকিতে একটি কার্যকর কাঠামো প্রদান করবে বলে মত সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের।