সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে ৩৫০টি সম্পত্তি কেনার অভিযোগ তদন্তে হাইকোর্টে রিট
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে ২০১৬ সাল থেকে এ পর্যন্ত ৩৫০টির বেশি সম্পত্তি (২,৭৭০ কোটি টাকা) কেনার অভিযোগের তদন্ত চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সালাউদ্দিন জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
২০১৬ সাল থেকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী প্রায় ২০ কোটি ব্রিটিশ পাউন্ড (২,৭৭০ কোটি টাকা) মূল্যের ৩৫০টিরও বেশি সম্পত্তি কিনে যুক্তরাজ্যে রিয়েল এস্টেট সাম্রাজ্য গড়ে তোলার ঘটনার অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিটটি করা হয়।
রিটে 'সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সাম্রাজ্য যুক্তরাজ্যে'— শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনটি সংযুক্ত করা হয়েছে।
আইনজীবী মো. সালাউদ্দিন গণমাধ্যমকে জানান, আগামী সপ্তাহে এই রিটের ওপর হাইকোর্টের একটি বেঞ্চে শুনানি হতে পারে।