১০ জুন থেকে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চালু হচ্ছে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’
রাজশাহী থেকে সর্বনিম্ন খরচে ঢাকায় আম পরিবহনের জন্য আগামী ১০ জুন থেকে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চালু হচ্ছে 'ম্যাংগো স্পেশাল ট্রেন'। এ ট্রেনে রাজশাহী থেকে ঢাকায় আম পরিবহনে প্রতি কেজিতে খরচ পড়বে এক টাকা ৪৩ পয়সা। ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে বিকেল ৪টায় ছেড়ে রাত সোয়া ২টায় ঢাকায় পৌঁছাবে।
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে প্রতিদিন বিকাল ৪টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে এই ট্রেন। যাত্রাপথে রহনপুর স্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, আব্দুলপুর, ঈশ্বরদী, পোড়াদহ, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনসহ মোট ১৫টি স্টেশনে যাত্রাবিরতি দেবে ম্যাংগো স্পেশাল ট্রেন। এ ট্রেন ঢাকায় পৌঁছাবে রাত ২টা ১৫ মিনিটে।
এই ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত প্রতি কেজি আম পরিবহনে ভাড়া লাগবে ১ টাকা ৪৭ পয়সা, রাজশাহী থেকে ১ টাকা ৪৩ পয়সা, পোড়াদহ থেকে ১ টাকা ১৯ পয়সা, রাজবাড়ী থেকে ১ টাকা ৭ পয়সা, ফরিদপুর থেকে ১ টাকা ১ পয়সা এবং ভাঙ্গা থেকে ৯৮ পয়সা।
শনিবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে রাজশাহী বিভাগ থেকে দেশের বিভিন্ন জেলায় ট্রেনে আম পরিবহন বিষয়ক সেমিনারে এসব তথ্য জানানো হয়।
রেলওয়ের মাধ্যমে নিরাপদে, স্বল্প খরচে ও স্বল্প সময়ে আম পরিবহনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০২০ সালে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করা হয়।
সেমিনারে বক্তারা বলেন, ২০২০ সাল থেকে গত চার বছরে ম্যাংগো স্পেশাল ট্রেনে ৩৯ লাখ ৯৫ হাজার ৭৯৮ কেজি আম আম পরিবহন করা হয়েছে। এ থেকে রেলের আয় হয়েছে ৪৬ লাখ ২৯ হাজার ১৪০ টাকা। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর জেলায় বছরে ১.২৫ লাখ টন আম উৎপাদন হলেও গত চার বছরে মাত্র চার হাজার টন আম ট্রেনে পরিবহন করা হয়েছে।
সেমিনারে আমচাষী, ব্যবসায়ী, উদ্যোক্তা ও রপ্তানিকারকরা রেলওয়ের মাধ্যমে আম পরিবহন জনপ্রিয় করার জন্য বিদ্যমান সমস্যাগুলো সমাধানের আহ্বান জানান।
সেমিনারের প্রধান অতিথি রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, রেলকে সুস্থ করতে প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাচ্ছি। এক সময় রেল ধুঁকে ধুঁকে চলেছে। অনেক জায়গায় রেল লাইন তুলে নিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে। দক্ষ কর্মচারীদের গোল্ডেন হ্যান্ডশেকের নামে বিদায় করা হয়েছে। নানাভাবে আমরা আউটসোর্সিংয়ে লোক নিয়ে কাজ চালাচ্ছি। জনবল নিয়োগের জন্য কাজ করছি।
রেলমন্ত্রী বলেন, যাত্রী ও মাল পরিবহনের সবচেয়ে সস্তা পরিবহন রেলকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য চেষ্টা করা হচ্ছে। নতুন নতুন লাইন নির্মাণ করা হচ্ছে।
রেলমন্ত্রী আমচাষী, ব্যবসায়ী ও রপ্তানিকারকদের রেলওয়ের মাধ্যমে রাজশাহী থেকে সারাদেশে আম পরিবহনের আহ্বান জানান। সেই সঙ্গে তিনি রেলওয়ের মাধ্যমে আম পরিবহনের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো সমাধানেরও আশ্বাস দেন।
সেমিনারে এ সময় বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মো. মুহাম্মদ হুমায়ুন কবীর, বিভিন্ন জেলার প্রশাসক, রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।