মোটরসাইকেলের জন্য ‘নো হেলমেট, নো ফুয়েল’ নীতি গ্রহণের সিদ্ধান্ত বিআরটিএ’র
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য 'নো হেলমেট, নো ফুয়েল' [হেলমেট না থাকলে মোটরসাইকেল ব্যবহারকারীদের জ্বালানি দেয়া হবে না] নীতি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
এছাড়া আজ (১৫ মে) রাজধানীর বিআরটিএ ভবনে অনুষ্ঠিত বিআরটিএ উপদেষ্টা পরিষদের সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকায় কোনো ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে দেয়া হবে না।
বৈঠকের সভাপতিত্ব করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি।
তিনি বলেন, "আমরা ঢাকা শহরের সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন সড়িয়ে নেওয়ার প্রস্তাবে সম্মত হয়েছি।"
ওবায়দুল কাদের আরো বলেছেন, চলমান প্রকল্পগুলো শেষ না হওয়া পর্যন্ত মন্ত্রণালয় এখন নতুন কোনো প্রকল্প গ্রহণ করবে না।
সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো: আতিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।