র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্র দপ্তর
র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে, এমন দাবি সত্য নয় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল।
গতকাল (১৬ মে) মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ব্রিফিংয়ে অংশ নেওয়া এক সাংবাদিক প্যাটেলের কাছে জানতে চান— বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু'র সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন, হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্ট র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কাজ করছে। মার্কিন বিচার বিভাগকেও নাকি এ ব্যাপারে জানানো হয়েছে এবং প্রক্রিয়াধীন আছে। এমন দাবি কি সত্যি?
জবাবে বেদান্ত প্যাটেল বলেন, এমন দাবি সম্পূর্ণ মিথ্যা। যুক্তরাষ্ট্র র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না।
তিনি আরও বলেন, 'জবাবদিহিতা ও আচরণগত পরিবর্তন নিশ্চিত করতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।'
উল্লেখ্য, শত শত গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২১ সালের ১০ ডিসেম্বর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং এর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট।