ডায়াবেটিস পরীক্ষার নকল স্ট্রিপ ৭ দিনের মধ্যে ধ্বংসের নির্দেশ আদালতের
ডায়েবেটিস পরীক্ষার জন্য একটি কোম্পানির সরবারহ করা ভুয়া স্ট্রিপ সাতদিনের মধ্যে ধ্বংসের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
ওষুধ প্রশাসন অধিদপ্তরকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলেছেন আদালত।
এক রিট আবেদর ওপর প্রাথমিক শুনানির পর সোমবার (২০ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এসএম মাসুদ হোসাইন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
ফার্মা সলিউশন নামক একটি কোম্পানির 'আকু-চেক অ্যাক্টিভ স্ট্রিপ' নকল বলে গত ফেব্রুয়ারিতে এক মতবিনিময় সভায় জানায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এরপর বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। তারই একটি সংযুক্ত করে আদালতে রিট আবেদনটি করা হয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।