ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ১৯ উপজেলায় নির্বাচন স্থগিত
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ১৯টি উপজেলায় উপজেলা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৭ মে) রাজধানীর নির্বাচন কমিশন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে ইসি সচিব জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, 'উপজেলা পরিষদের নির্বাচনে তৃতীয় ধাপে ২৯ তারিখে ১০৯টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট সব দপ্তর ও বাহিনীগুলো প্রস্তুতিও গ্রহণ করেছিল। কিন্তু গতকাল (২৬ মে) রাত থেকে প্রবল ঘূর্ণিঝড় উপকূলীয় অঞ্চলগুলোতে আঘাত হেনেছে।'
তিনি আরও বলেন, 'স্থানীয় প্রশাসন থেকে এখন পর্যন্ত পাওয়া তথ্য মোতাবেক যেসব নির্বাচনী এলাকায় জলোচ্ছ্বাসের পানি প্রবেশ করেছে, বাঁধ ভেঙেছে, কোথাও গাছপালা ভেঙে পড়েছে, কোনো কোনো জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে—এমন ১৯ টি উপজেলা নির্বাচন স্থগিত করা হলো।'
যেসব উপজেলার ভোট স্থগিত করা হয়েছে, সেগুলো হলো—লবাগেরহাটের শরণখোলা, মোড়েলগঞ্জ, মোংলা, খুলনা জেলার কয়রা, ডুমুরিয়া, পাইকগাছা, বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া, পটুয়াখালী সদর, দুমকী, মির্জাগঞ্জ, পিরোজপুরের মঠবাড়িয়া, ভোলার তজুমদ্দিন, লালমোহন, ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া এবং বরগুনার বামনা ও পাথরঘাটা।
এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, 'এই সংখ্যা বাড়তে পারে। আমরা যদি আরও কোনো তথ্য পাই যেখানে পানি উঠেছে, ভোটকেন্দ্র ডুবে গেছে, চলাচলের রাস্তাঘাট ডুবে গেছে, তাহলে সেসব উপজেলার ভোট স্থগিত হতে পারে।'
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাঠ প্রশাসনের তথ্য এবং তাদের সুপারিশের ভিত্তিতে ভোট স্থগিত করা হয়েছে।
তিনি আরও বলেন, 'আপাতত আমরা স্থগিত করেছি। এগুলোতে ভোট করার বিষয় নিয়ে সিদ্ধান্ত আমরা পরে জানাব।'