ঘূর্ণিঝড় রিমালে ফ্লাইট বিলম্বিত, ঢাকা বিমানবন্দরে মালয়েশিয়াগামী কয়েকশো কর্মীর বিক্ষোভ
ঘূর্ণিঝড় রিমালের কারণে মালয়েশিয়ার ফ্লাইট বিলম্বিত হওয়ায় সোমবার (২৭ মে) মধ্যরাত থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিক্ষোভ করছেন প্রায় ৪০০ মালয়েশিয়াগামী কর্মী। ৩১ মের আগে এই কর্মীদেরকে কর্মস্থলে পৌঁছাতে হবে।
সোমবার রাত ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের মাধ্যমে তাদের উড্ডয়নের কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় রিমালের কারণে তাদের ফ্লাইট বাতিল করা হয়।
একজন অভিবাসনপ্রত্যাশী টিবিএসকে বলেন, 'গতকাল বিকাল ৫টা থেকে বিমানবন্দরের ওয়েটিং রুমে অবস্থান করছি। আজ দুপুর ২টায় ফ্লাইট দেওয়ার কথা রয়েছে। কিন্তু তা নিশ্চিত নয়।'
বেশ কয়েকজন অভিবাসনপ্রত্যাশী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফ্লাইট বিলম্বের বিলম্বের জন্য এয়ারলাইন্সকে দায়ী করেছেন। এয়ারলাইন্স যাত্রীদের জন্য রাতে হোটেলে থাকার ব্যবস্থা করেছিল, কিন্তু তারা হোটেলে থাকার সুযোগ নেননি। সময়মতো মালয়েশিয়া যাওয়ার জন্য তারা মরিয়া।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপক আল মাসুদ খান টিবিএসকে বলেন, 'আবহাওয়ার অবনতি হওয়ায় বেশিরভাগ ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। সে কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে আমরা সব যাত্রীকে সময়মতো গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।'
এর আগে ইন্ডিগো এয়ার যাত্রীরাও এমন পরিস্থিতিতে পড়েছিলেন। তবে পরে তারা গন্তব্যের উদ্দেশে রওনা দিতে পারেন।
এদিকে কর্মীদের বিক্ষোভে আজ (২৮ মে) সকালে বিমানবন্দরের পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে পড়েছে।
সকাল সাড়ে ৭টায় ঢাকা বিমানবন্দরে যাওয়া একজন যাত্রী টিবিএসকে বলেন, বিমানবন্দরের অব্যবস্থাপনায় যাত্রীদের লম্বা লাইন তৈরি হয়েছে।