এমপি আজীম হত্যা: গ্রেপ্তার তিন আসামি আরও ৫ দিনের রিমান্ডে
কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার তিন অভিযুক্তকে আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তারা হলেন- তানভীর ভুঁইয়া, শিমুল ভুঁইয়া ও শিলিস্তি রহমান।
আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে আট দিনের রিমান্ড শেষে আজ শুক্রবার দুপুরে অভিযুক্তদের আদালতে হাজির করে পুলিশ। পরে আদালতের কাছে আরও আট দিনের রিমান্ড আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৪ মে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি অভিযুক্তদের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। এদিকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত গত ২৩ মে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৪ জুলাই দিন ধার্য করেন।
এমপি আজীম হত্যার ঘটনায় গত ২২ মে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ঢাকার শের-ই-বাংলা নগর থানায় মামলা করেন।
উল্লেখ্য, গত ১২ মে চিকিৎসার উদ্দেশে ভারতে যান এমপি আজীম। পরদিন থেকে তিনি নিখোঁজ ছিলেন।
কলকাতা পুলিশের সূত্র জানায়, এমপি আজীমকে কলকাতার নিউ টাউন এলাকায় একটি ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাকে হত্যা করে তার দেহ টুকরো টুকরো করে কাটা হয়।