এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় সকাল থেকে শিল্প-কারাখানায় গ্যাস সংকট
বঙ্গোপসাগরে থাকা দুটি ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের একটি ঘূর্ণিঝড় রিমালের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশের শিল্প কারখানাগুলোতে আজ বুধবার সকাল থেকে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে।
সূত্র মতে, ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনালটি মেরামতের জন্য সিঙ্গাপুরে পাঠানো হবে।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন জানান, আজ সকাল থেকে কোনো শিল্প কারাখানাই কার্যক্রম চালাতে পারছে না।
তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ময়মনসিংহ, গাজীপুর ও নারায়ণগঞ্জ এলাকায় অবস্থিত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ফোন করে এ অসুবিধার কথা জানিয়েছে। যদি পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকে তাহলে আমরা কীভাবে টিকে থাকব?'
তিনি বলেন, 'পরে আমি পেট্রোবাংলা ও তিতাসের কর্মকর্তাদের সাথে আলাপ করি। কিন্তু তারা এ বিষয়ে আশ্বস্ত করে কিছুই বলেননি।'
নাম প্রকাশ না করার শর্তে এক টেক্সটাইল মালিক বলেন, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) এলাকার শিল্প-কারখানাগুলো দীর্ঘদিন ধরে এ সমস্যায় ভুগছে।
তিনি আশঙ্কা করে বলেন, বেশিরভাগ কারাখানাই তাদের কর্মীদের বেতন ও ঈদুল আযহার বোনাস দিতে পারবে না।