কক্সবাজারের ট্রেনে কেবিন কোচের চাহিদা সর্বাধিক
ঢাকা ও কক্সবাজারের মধ্যে চলাচলকারী 'কক্সবাজার এক্সপ্রেস' ও 'পর্যটক এক্সপ্রেস' ট্রেনের এসি কেবিন কোচের সিটের প্রতি যাত্রীদের ব্যাপক চাহিদা রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার আইকনিক রেলস্টেশনের মাস্টার মো. গোলাম রব্বানি।
তিনি বলেছেন, বয়স্ক কিংবা অসুস্থ যাত্রীদের জন্য এ কেবিন কোচ খুবই আরামদায়ক। এছাড়া দূরের যাত্রায় এখন শুয়ে-বসে আরামে যাতায়াতের সুযোগ তৈরি হওয়ায় যাত্রীদের কাছে এ কোচের ব্যাপক চাহিদা রয়েছে।
গোলাম রব্বানি জানান, 'কক্সবাজার এক্সপ্রেস'ও 'পর্যটক এক্সপ্রেস'ট্রেনে ঢাকা থেকে কক্সবাজার যাতায়াত করছেন কয়েক হাজার যাত্রী, যাদের বেশিরভাগই পর্যটক। বাণিজ্যিক যাত্রার শুরু থেকে ট্রেন দুটিতে এসি ও নন-এসি চেয়ার কোচের ব্যবস্থা থাকলেও কোনো কেবিন কোচ ছিল না। যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে বাণিজ্যিক যাত্রার ৬ মাস পর দুটি ট্রেনেই তিনটি করে শীতাতপ নিয়ন্ত্রিত নতুন কেবিন কোচ যুক্ত করা হয়েছে। যেখানে কক্সবাজার এক্সপ্রেসের জন্য ৯৯টি সিট ও পর্যটক এক্সপ্রেসের জন্য ৫৪টি সিট রয়েছে।
তিনি আরও জানান, কেবিনের প্রতি আসনের ভাড়া (ভ্যাটসহ) দুই হাজার ৪৩০ টাকা। ভবিষ্যতে আরও সুযোগ-সুবিধা বাড়বে। এ ছাড়া ট্রেনের সংখ্যা বাড়তে পারে বলেও জানান তিনি।
গত ১ জুন ট্রেন দুটিতে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন কোচ সংযুক্ত করা হয়। এতে ১৫৩ জন অতিরিক্ত যাত্রীর ভ্রমণের সুযোগ তৈরি হয়েছে।