দীর্ঘ ৮ বছর পর ৫ শর্তে নাফ নদীতে মাছ ধরার অনুমতি পেলেন জেলেরা
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/13/naaph.jpg)
হাইকোর্টের নির্দেশে অবশেষে দীর্ঘ ৭ বছর ৯ মাস পর কক্সবাজারের টেকনাফের নাফনদীতে মাছ ধরার অনুমতি পেয়েছেন জেলেরা। তবে এক্ষেত্রে পাঁচটি শর্ত রয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় থেকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো এক চিঠি সূত্রে বিষয়টি জানা গেছে।
কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সিভিল স্যুট শাখার সহকারী কমিশনার মো. কামরুল ইসলামের সই করা ওই চিঠিতে বলা হয়েছে, 'হাইকোর্টের রিট পিটিশনের রুলনিশির আলোকে নাফনদীতে জেলেদের বৈধভাবে মাছ ধরা চালু করতে কক্সবাজার জেলা প্রশাসককে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়।'
এতে বলা হয়, 'পিটিশনার কর্তৃক এই কার্যালয়ে গত ২০২৪ সালের ১৫ আগস্ট দাখিল করা আবেদন যথাযথভাবে নিষ্পত্তি করতে বলা হয়। এরই পরিপ্রেক্ষিতে নিম্নোক্ত শর্তসাপেক্ষে নাফ নদীতে মাছ ধরার অনুমতি দেওয়া হলো।'
শর্তগুলো হলো-
১. সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাংলাদেশ সীমানায় ভেতরে নাফ নদীতে শাহপরীর দ্বীপ থেকে টেকনাফ জেটিঘাট পর্যন্ত মাছ ধরতে পারবে।
২. জেলেরা মাছ ধরতে যাওয়ার সময় বিজিবি'র ৫টি নির্ধারিত পোস্টে টোকেন/পরিচয়পত্র দেখাবে এবং মাছ-ধরা-শেষে-ফেরত আসার পর বিজিবির পোস্টে তল্লাশী করার ব্যাপারে বিজিবি সদস্যকে সর্বাত্মক সহায়তা করবে। কোনো জেলে চেকপোস্টে না জানিয়ে মাছ ধরতে পারবে না।
৩. কোনোক্রমে বাংলাদেশের সীমানা অতিক্রম করতে পারবে না।
৪. মৎস্য অধিদপ্তরের হালনাগাদ নিবন্ধিত জেলেদের তালিকা বিজিবি, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়া যেতে পারে। যাতে কোনোভাবে নিবন্ধিত জেলে ছাড়া অন্য কেউ নাফ নদীতে মাছ ধরতে না পারে।
৫. এই অনুমোদন সম্পূর্ণ সাময়িক। তিন মাস পর সীমান্তের পরিস্থিতি পর্যালোচনা করে এ অনুমতি নবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
নাফনদীতে মাছ ধরার অনুমতিপত্রটি হাতে পাওয়ার কথা নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।
তিনি বলেন, 'এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।'
টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, '২০১৭ সালের এপ্রিল মাসে নাফ নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। দীর্ঘ প্রায় ৭ বছর ৯ মাস পরে জেলেরা নাফ নদীতে মাছ ধরতে পারবেন।'
টেকনাফের শাহপরীরদ্বীপের জালিয়াপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আব্দুল গনি বলেন, '৭ বছর ৯ মাস পর নাফনদী খুলে দেওয়া জেলে সম্প্রদায়ের মাঝেও উল্লাস-উদ্দীপনা দেখা দিয়েছে।'