ডিএনএ নমুনা দিতে শিগগিরই ভারতে যেতে পারে এমপি আজীমের পরিবার: ডিবিপ্রধান
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2024/05/28/jhenidah_4_mp_azim.jpg)
ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় তার পরিবারের সদস্যরা শিগগিরই ডিএনএ নমুনা দিতে ভারতে যাবেন।
ভারতীয় সিআইডি যদি তাদের ভারতে যাওয়ার আহ্বান জানায়, তাহলে ধরে নেওয়া হবে তারা (সিআইডি) তাদের ডিএনএ পরীক্ষার জন্য ডাকবে।
শনিবার (৮ জুন) দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, এমপির পরিবারের সদস্যরা ডিএনএ পরীক্ষার জন্য খুব শিগগিরই ভারতে যাবেন।
ডিবিপ্রধান বলেন, 'ইতোমধ্যেই কলকাতা সিআইডি-র সঙ্গে কথা হয়েছে। এ ছাড়া পরিবারের সদস্যদের নাম ও মোবাইল নম্বরও নিয়েছেন ভারতীয় তদন্তকারী কর্মকর্তারা। শিগগিরই ডাক পড়বে। যদি তারা ফোন করে, ধরে নিন তারা ডিএনএ পরীক্ষার জন্য তাদের ডাকবেন।'
অপর এক প্রশ্নের জবাবে মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, এমপি আনার হত্যার ঘটনায় ঝিনাইদহের স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে।
'তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে। তবে তাকে এখনো আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার হিসেবে দেখানো হয়নি। জিজ্ঞাসাবাদে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে গ্রেপ্তার দেখানো হবে,' বলেন তিনি।