পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়ার প্রস্তাব জামালপুর-১ আসনের এমপির
জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়ার প্রস্তাব করেছেন। এছাড়াও সংসদ সদস্যদের জন্য গাড়ি আমদানির ক্ষেত্রে জন্য শুল্ককর বসানোর প্রস্তাবের বিরোধিতা করেন তিনি।
আজ মঙ্গলবার (১১ জুন) জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশনের সাধারণ আলোচনা পর্বে আওয়ামী লীগের এই সংসদ সদস্য এসব কথা বলেন।
তিনি বলেন, 'গত দুই মাস ধরে শেয়ারবাজারের উল্লেখযোগ্য পতন হয়েছে, যা সংকটজনক অবস্থায় পৌঁছেছে। এ অবস্থায় পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ দিয়ে কালো টাকা বৈধ করার সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য আমি অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি।'
তিনি বলেন, 'শেয়ারবাজারে যে কর নির্ধারণ করা হয়েছে চলতি বাজেট প্রস্তাবে, বাজারে গুজব এ কারণেই পুঁজিবাজার পড়ে গেছে। তাই এই কর প্রত্যাহার করতে অর্থমন্ত্রীকে অনুরোধ করছি।'
তিনি আরও বলেন, 'সংসদ সদস্যদের আমদানি করা গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্ককর বসানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। আমি এই সিদ্ধান্তটিও পুনর্বিবেচনা করতে অর্থমন্ত্রীর কাছে আবেদন করব। কারণ আমরা নতুন সংসদ সদস্য। এটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে যারা দুইবার এমপি হয়েছেন। আমাদের ক্ষেত্রে (নতুন এমপি) অর্থমন্ত্রী এটি পুনর্বিবেচনা করতে পারেন।'