কাল থেকে বাংলাদেশ-ভারত রুটের ট্রেন ৯ দিন পর্যন্ত বন্ধ থাকবে
বাংলাদেশ-ভারত চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও মিতালী এক্সপ্রেস ট্রেন ঈদ উপলক্ষে সর্বোচ্চ ৯ দিন পর্যন্ত বন্ধ থাকবে।
আগামীকাল শুক্রবার (১৪ জুন) থেকে বন্ধ থাকবে ঢাকা থেকে কলকাতাগামী এই ট্রেনগুলো।
আসন্ন ঈদুল আযহায় ট্রেনের সময়সূচি ঠিক রাখা এবং শিডিউল বিপর্যয় ঠেকানোর উদ্দেশ্যে আন্তঃদেশীয় এই তিনটি চলাচল বন্ধ রাখা হবে বলেই জানায় বাংলাদেশ রেলওয়ে।
এর আগে, নির্বিঘ্নে ঈদযাত্রা নিশ্চিত করতে কর্মপরিকল্পনা গ্রহণ করে বাংলাদেশ রেলওয়ে।
সেখানে জানানো হয়, আন্তঃদেশীয় মৈত্রী এক্সপ্রেস ট্রেন ১৪ জুন থেকে ২২ জুন পর্যন্ত- ৯ দিন এবং বন্ধন এক্সপ্রেস ট্রেন ১৪ জুন থেকে ২০ জুন পর্যন্ত- ৭ দিন বন্ধ থাকবে। আর গত ১২ জুন থেকে বন্ধ আছে মিতালী এক্সপ্রেস; ৯ দিন বন্ধ থেকে ২১ জুন থেকে এটি আবার চলাচল শুরু করবে বলে জানানো হয়েছে।
এদিকে, আগামীকাল রাত ১২টার পর থেকে ঈদের পরের দিন সন্ধ্য ৬টা পর্যন্ত কনটেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্যান্য সব ধরনের পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে।
এছাড়াও ঈদের সময় কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না।