গ্রীষ্মের ছুটি ১ সপ্তাহ কম পাচ্ছে শিক্ষার্থীরা, ২৬ জুন থেকে খুলবে স্কুল
নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গ্রীষ্মের ছুটি এক সপ্তাহ কমিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে আগামী ২৬ জুন থেকে খুলছে স্কুলগুলো।
এছাড়া শুক্রবারের পাশাপাশি শনিবারেও সাপ্তাহিক ছুটি বহাল রাখা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে চলমান গ্রীষ্মকালীন ছুটি শেষে আগামী ২ জুলাই বিদ্যালয়সমূহ পুনরায় খোলার কথা ছিল।
নতুন সিদ্ধান্তের ব্যাখ্যা করে মন্ত্রণালয় বলেছে, এ বছর বার্ষিক পাঠদানের দিনসংখ্যা অনেক কমে গিয়েছে। শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকলে দিনের সংখ্যা আরও কমে যাবে।
শেষ পর্যন্ত মন্ত্রণালয় শনিবার বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত বজায় রাখলেও গ্রীষ্মের ছুটি এক সপ্তাহ কমিয়েছে।