মাসে একদিন ব্যাগ ছাড়াই স্কুলে যাচ্ছে ভারতের উত্তরাখণ্ডের শিক্ষার্থীরা
ভারতের উত্তরাখণ্ড সরকার শিশুদের ওপর বইয়ের বোঝা কমাতে রাজ্যের সমস্ত স্কুলে প্রতি শিক্ষাবর্ষে ১০ দিন 'ব্যাগ-ফ্রি' দিন চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এবছরের এপ্রিল হতে শুরু হওয়া শিক্ষাবর্ষ থেকেই চালু হয়েছে শিক্ষার্থীদের ব্যাগ ছাড়া স্কুলে যাওয়ার এ উদ্যোগের।
তথ্য অনুযায়ী, ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা কোনো স্কুল ব্যাগ ছাড়াই প্রতি মাসের শেষ শনিবার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে যাবে। স্কুল ব্যাগ ও বই ছাড়া এই কার্যদিবসগুলোকে 'প্রতিভা দিবস' হিসেবে সম্বোধন করা হয়। নতুন জাতীয় শিক্ষানীতি, ২০২০-র সঙ্গে সামঞ্জস্য রেখে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এই দিনগুলোতে শিক্ষার্থীদের মেশিন লার্নিং, মৃৎশিল্প, কাঠের কাজ, ক্যালিগ্রাফি, স্বাস্থ্য শিক্ষা, যোগাযোগ দক্ষতা, প্রকৃতি সংরক্ষণ, ওয়েল্ডিং, কাস্টিং, সেলাই ও রোবটিক্সের মতো বিভিন্ন সৃজনশীল বিষয় শেখানো হবে।
রাজ্যের শিক্ষামন্ত্রী ধন সিং রাওয়াত এক বিবৃতিতে বলেন, 'স্কুল পড়ুয়াদের সার্বিক বিকাশের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে তারা পড়াশোনার পাশাপাশি তাদের বিশেষ দক্ষতাও উন্নত করতে পারে এবং প্রতিভার বিকাশ ঘটাতে পারে।'
অভিভাবক এবং শিক্ষকদের বিভিন্ন সংগঠন রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়নের দিকে উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে প্রশংসা করেছে।