যেকোনো ফরম্যাটে ব্রিকসে যোগ দিতে ভারতের সমর্থন চায় বাংলাদেশ
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ব্রিকস গ্রুপের সদস্য বা অংশীদার দেশ হিসেবে যেকোনো ফরম্যাটে যোগ দিতে ভারতের সমর্থন চেয়েছে বাংলাদেশ।
শনিবার (২২ জুন) নয়া দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন কর্মসূচির ফলাফল নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, 'আমরা যেকোনো ফরম্যাটে ব্রিকসে যোগ দিতে ভারতের সমর্থন চেয়েছি।'
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত এ বিষয়ে [ব্রিকস-এ যোগদানে বাংলাদেশকে সহায়তা করার বিষয়ে] ইতিবাচক সাড়া দিয়েছে।
তিনি বলেন, ব্রিকস যদি নতুন সদস্য বা অংশীদার দেশ যুক্ত করার সিদ্ধান্ত নেয়, তাহলে বাংলাদেশ যেভাবেই হোক ব্রিকসের সঙ্গে যুক্ত হতে চায়।
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, ইরান, মিশর, ইথিওপিয়া ও সংযুক্ত আরব আমিরাত — এই ৯টি দেশ নিয়ে ব্রিকস একটি আন্তঃসরকারি সংস্থা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার (২২ জুন) ভারতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার শুধু শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির (টেট-এ-টেট) মধ্যে বৈঠক হয়েছে। এছাড়া দ্বিপক্ষীয় প্রতিনিধি পর্যায়ের বৈঠকে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন এবং হায়দরাবাদ হাউসে ১০টি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের সময় উপস্থিত থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।