ত্রিশালে তিতাসের গ্যাসলাইন ক্ষতিগ্রস্ত, সাময়িকভাবে সরবরাহ বন্ধ
ময়মনসিংহের ত্রিশালে তিতাস-এর গ্যাস সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রিশালে উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের নারায়ণপুর গ্রামে মিনিস্টার হাইটেক পার্কের পাশে পাইলিংয়ের কাজ করার সময় গ্যাসের সঞ্চালন পাইপ লাইন লিকেজ হয়।
এ দুর্ঘটনার কারণে ময়মনসিংহ, ভালুকা, ত্রিশাল, শম্ভুগঞ্জ আরপিসিএল এবং নেত্রকোনা এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ আছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ।
ক্ষতিগ্রস্ত পাইপ লাইন মেরামতের কাজ চলে। দ্রুত গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।