জেনারেল আজিজের নিষেধাজ্ঞা গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি মার্কিন প্রতিশ্রুতির প্রতিফলন: পেন্টাগন
মার্কিন প্রতিরক্ষা বিভাগ বলেছে, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসনকে শক্তিশালী করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করেছে।
মঙ্গলবার (২৫ জুন) পেন্টাগনে সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে প্রতিরক্ষা বিভাগের প্রেস সচিব মেজর জেনারেল প্যাট রাইডার এ মন্তব্য করেন।
২০ মে মার্কিন যুক্তরাষ্ট্র 'উল্লেখযোগ্য দুর্নীতির' অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দেয়।
ব্রিফিংয়ে একজন সাংবাদিক জানতে চান, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের ওপর মার্কিন এ পদক্ষেপের পর পেন্টাগন কীভাবে বাংলাদেশের সঙ্গে তার সামরিক ও নিরাপত্তা অংশীদারিত্ব এগিয়ে নেবে।
জবাবে মেজর জেনারেল প্যাট রাইডার বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইনের শাসন এবং দুর্নীতিবিরোধী প্রচেষ্টাকে শক্তিশালী করার জন্য মার্কিন প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
রাইডার বলেন, 'পারস্পরিক মূল্যবোধ ও স্বার্থের সমর্থনে আমেরিকার বাংলাদেশের সঙ্গে একটি ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে।'
এ সময় তিনি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল, সমুদ্রসীমা ও আঞ্চলিক নিরাপত্তার মতো দুই দেশের অভিন্ন স্বার্থ ও মূল্যবোধের কথা তুলে ধরেন।