আদানি পাওয়ার প্ল্যান্টের ২টি ইউনিটই অচল, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ
ভারতের আদানি পাওয়ার প্ল্যান্টের দুটি ইউনিট অচল হয়ে পড়ায় বাংলাদেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
দেশটির ঝাড়খণ্ডে অবস্থিত কয়লাভিত্তিক এ বিদ্যুৎ কেন্দ্রের ওই দুটি ইউনিট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হয়। বর্তমানে দুটি ইউনিটই বন্ধ রয়েছে।
একটি ইউনিট রক্ষণাবেক্ষণের কাজে ঈদের ছুটির আগ থেকেই বন্ধ ছিল। অপর ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে শুক্রবার (২৮ জুন) সকালে বন্ধ হয়ে যাওয়ায় পুরো কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন থমকে যায়। ফলে বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ।
শনিবার (২৯ জুন) সন্ধ্যায় এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি টিবিএসকে বলেন, 'একটি ইউনিট পুরোপুরি বন্ধ ছিল। আরেকটি থেকে আংশিক ২৭০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছিল। পরে সেটিও সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়।'
তবে তিনি জানান, আজ (শনিবার) রাতেই একটি ইউনিট চালু হবে। অন্যটি ২ জুলাই চালু হওয়ার কথা রয়েছে।
রাষ্ট্রীয় সঞ্চালন সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সুত্রে জানা গেছে, ঈদের ছুটির সময় চাহিদা কম থাকায় রক্ষণাবেক্ষণ বা সংস্কার কাজ করার জন্য আদানি পাওয়ার বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট বন্ধ করে।
এ সময় দ্বিতীয় ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। কিন্তু গত ২৫ জুন দ্বিতীয় ইউনিটে কারিগরি ত্রুটি দেখা দেয়। এরপর বিদ্যুৎ উৎপাদন কমে যায়।
বিপিডিবির তথ্য অনুযায়ী, আদানির ঝাড়খণ্ড বিদ্যুৎকেন্দ্র থেকে গত ২৭ জুন ৩৭০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া গেছে।
বিপিডিবির তথ্য অনুযায়ী, আদানির দুটি ইউনিট থেকে এক হাজার ৪৯৬ মেগাওয়াট করে বিদ্যুৎ পাওয়ার কথা। এ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ কম হওয়ায় দেশে বিদ্যুতের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে।
বিপিডিবির একজন উর্ধ্বতন কর্মকর্তা অবশ্য বলেছেন, আদানি পাওয়ার থেকে পুনরায় কখন বিদ্যুৎ সরবরাহ শুরু হবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।