এয়ারবাসের সঙ্গে চুক্তির পর, বোয়িংয়ের প্রস্তাব নিয়ে এগোবে বিমান: নতুন এমডি
এয়ারবাসের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর পর, নতুন উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের প্রস্তাব নিয়ে এগোনোর কথা ভাবছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার (৩০ জুন) সংস্থাটির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাহিদুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।
ঢাকায় এয়ারলাইন্সটির প্রধান কার্যালয়ে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "এয়ারবাসের সাথে আলোচনা চলছে। এখন বোয়িংয়েরও প্রস্তাব আছে। এয়ারবাসের প্রস্তাব একটি কাঠামোতে দাঁড়ানোর পর বোয়িংয়ের বিষয়ে আগানো হবে।"
"আমাদের প্রয়োজন (এয়ারক্রাফট) অনেক। সে হিসেবে আমরা সবার সাথেই চুক্তি করবো। বোয়িংয়ের প্রস্তাবও মূল্যায়ন করা হবে। আর এয়ারবাসেরটার ইন্টারনাল প্রসিডিউর একটু এগিয়েছে," যোগ করেন তিনি।
বোয়িং, এয়ারবাস দুটোই কেনা হচ্ছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "প্রয়োজন তো এক্সটেনডেড (সম্প্রসারিত)। তাই একজন পুরোটা পারবে বলে মনে হচ্ছে না....."
বর্তমানে বিমানের বহরে মোট ২১টি উড়োজাহাজ রয়েছে। এরমধ্যে ৪টি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, ৪টি বোয়িং ৭৮৭-৮, ২টি বোয়িং ৮৭৮-৯, ৬টি বোয়িং ৭৩৭ এবং ৫টি ড্যাশ ৮-৪০০ এয়ারক্রাফট।
১০ বছরের বহর পরিকল্পনা (ফ্লিট প্ল্যান) প্রসঙ্গে সংস্থাটির এমডি জানান, "২০৩৪ সালের মধ্যে বিমানের বহরে ৪৭টি উড়োজাহাজ থাকবে। এরমধ্যে বিদ্যমান ২১টি উড়োজাহাজের ৬টি পর্যায়ক্রমে বাতিল করা হবে। তাই সম্প্রসারণের লক্ষ্য অর্জনে সামনের দশকে বিমানের বহরে আরও ৩২টি নতুন উড়োজাহাজ যোগ করতে হবে।"
তিনি বলেন, আগামী ১০ বছরের এই লক্ষ্যমাত্রা অর্জনে নতুন উড়োজাহাজ ক্রয় অথবা লিজ নেবে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ।
এর আগে মে মাসে, বিমানের বিদায়ী এমডি শফিউল আজিম বলেছিলেন, "এয়ারবাস দুটি প্রস্তাব দিয়েছিল। প্রথমটি ছিল দুটি কার্গো বিমান বিক্রির প্রস্তাব। তবে আমরা তাদের জানাই, আপাতত আমাদের কার্গো বিমানের প্রয়োজন নেই… যাত্রীবাহী বিমানের সংখ্যা বাড়ানোর ইচ্ছা আমাদের। পরে তারা সে অনুযায়ী প্রস্তাব পাঠায়।"
এদিকে নতুন এমডি তার সামনে বেশকিছু চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেছেন। যেগুলোর মধ্যে রয়েছে— টিকিটের অব্যবস্থাপনার অভিযোগ, রুট সম্প্রসারণ পরিকল্পনায় বার বার প্রযুক্তিগত ত্রুটি, ফ্লাইট বিলম্ব এবং এয়ারলাইনের খাবারের মান নিয়ে অভিযোগ ইত্যাদি।
বিমানকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়ে জাহিদুল ইসলাম বলেন, "দুর্নীতি করে কেউ এগোতে পারবে না। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নেওয়া হচ্ছে। দুর্নীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"
'আর নয় টিকিটের অব্যবস্থাপনা'
নতুন ব্যবস্থাপনা পরিচালক সকল প্রকার অব্যবস্থাপনা নির্মূল করার ঘোষণা দিয়েছেন।
দায়িত্ব গ্রহণের মাসখান পর সাংবাদিকদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, "ফ্লাইটে খালি আসন থাকা সত্ত্বেও অনলাইনে কোনো টিকিট পাওয়া যাচ্ছে না— এমন অভিযোগ থেকে বিমান শতভাগ মুক্ত হতে চায়।"
তিনি আরও বলেন, "আমরা টিকিটের সমস্যা সম্পূর্ণভাবে সমাধান করতে চাই, যাতে ভবিষ্যতে আর কোনো প্রশ্ন না ওঠে। এজন্য আমরা ইতোমধ্যেই অনলাইন ট্রাভেল এজেন্সিগুলোকে সতর্ক করেছি।"
সম্প্রতি এজেন্টদের নিজস্ব ওয়েব পোর্টালের মাধ্যমে টিকিটের মূল্য কম বা বেশি রাখা নিয়ে উদ্বেগ প্রকাশ করে যাত্রীসেবা এজেন্টদের কাছে চিঠি দিয়েছে বিমান।
নতুন রুট সম্প্রসারণের বিষয়ে তিনি বলেন, "মালে, কুনমিং, জাকার্তা, সিডনি, এবং সিউলে ফ্লাইট চালু করার বিষয়টি বিবেচনাধীন রয়েছে। এছাড়া বিদ্যমান রুটগুলোও লাভ-লোকসানের হিসাব অনুযায়ী সংশোধিত হবে।"
আগামী বছরেও বিমান মুনাফা করবে উল্লেখ করে তিনি বলেন, "আমরা শুধু কার্গো থেকেই বিদায়ী অর্থবছরে ১,২০০ কোটি টাকা আয় করার আশা করছি। সব মিলিয়ে, বিগত কয়েক বছরের মতো ভবিষ্যতেও লাভের মুখ দেখবে বিমান।"
"মুদ্রার অবমূল্যায়নের সমস্যা না থাকলে সাম্প্রতিক বছরগুলোতেও বিমান স্থিতিশীল অবস্থায় থাকত," যোগ করেন তিনি।
গ্রাউন্ড হ্যান্ডলিং অপারেশনের বিষয়ে বিমানের এমডি বলেন, "আমরা প্রস্তুত আছি, যেটা বিমান ৫২ বছর ধরেই করে আসছে। আর যে কোনো দেশে গ্রাউন্ড হ্যান্ডলিং ন্যাশনাল ক্যারিয়ারই করে থাকে। সে হিসেবে আমরা আশাবাদী। যতটুকু জানি সরকারেরও বিবেচনায় আছে বিমানকে কীভাবে সুবিধা দেওয়া যায়।"
"মূল বিষয় হলো, সার্ভিস আপ টু দ্য মার্ক (মানসম্মত) হয় কি-না। আমরা ইতোমধ্যে সার্ভিস দিচ্ছি এবং নিজেরাও বিভিন্ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ফ্লাই করি। সেগুলোর সাথে তুলনা করলে খুব বেশি ফারাক বর্তমানে আছে বলে মনে করি না," যোগ করেন তিনি।
সম্প্রতি বিমানের অনেকগুলো কারিগরি ত্রুটির কারণে নির্বিঘ্ন ফ্লাইট ব্যাহত হওয়ার বিষয়ে জাহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, "এটি এয়ার লাইনের জন্য নতুন কিছু নয়। সব এয়ারলাইনেই এরকম হয়ে থাকে। দুর্ভাগ্যবশত, এক মাসে অনেকগুলো ঘটনা বিমানে হয়ে গেছে। সেগুলো সমাধান করা হয়েছে এসওপি অনুসারে।"
"তবে আমরা তদারকি জোরদার করেছি। এয়ারক্রাফটের মেইনটেন্যান্স ভালোভাবে হচ্ছে," বলেন তিনি।