সাজেক থেকে ফিরেছেন আটকে পড়া কয়েকশ পর্যটক
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2024/07/03/449263811_7802590266486270_2225649611588405845_n.jpg)
উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সড়ক তলিয়ে যাওয়ায় রাঙ্গামাটির সাজেকে আটকে পড়া কয়েকশ পর্যটক নিরাপদে ফিরেছেন। আজ বুধবার (৩ জুলাই) দুপুরে তারা বিভিন্ন গাড়িতে খাগড়াছড়ি এসে পৌঁছান।
বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি নির্বাহী অফিসার শিরিন আক্তার।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে সাজেক থেকে পর্যটকবাহী ও ব্যক্তিগত গাড়িতে নিরাপত্তাবাহিনীর স্কট নিয়ে পর্যটকরা রওনা করেন।
সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক রাহুল চাকমা জন বলেন, জীপ, পিকআপ, সিএনজি, কার, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে পর্যটকরা সাজেক ছেড়ে গেছেন।
সাজেক জীপ সমিতির লাইনম্যান ইয়াসিন আরাফাত জানান, বাঘাইহাট বাজারে পানি কমতে শুরু করায় সাজেক থেকে পর্যটকবাহী স্কট রওনা করে। এরপর ডুবে থাকা সড়কের অংশ নৌকায় পার হয়ে তারা খাগড়াছড়ি পৌঁছান।
উল্লেখ্য, টানা বৃষ্টিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের কাচালং ও গঙ্গারাম নদের পানি বেড়ে যায়। পাহাড়ি ঢলে বাঘাইহাট-সাজেক সড়কের বাঘাইহাট ও মাচালং বাজারে সড়ক তলিয়ে যায়। এতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সাজেকে বেড়াতে আসা সাড়ে কয়েকশ পর্যটক আটকে পড়েন।