ঈদকে সামনে রেখে আকর্ষণীয় অফার, ভ্রমণপিপাসুদের ঢল পর্যটন মেলায়
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/08/tourism_fair.jpg)
ছুটির দিন শুক্রবারে (৭ ফেব্রুয়ারি) জমে উঠেছিল আন্তর্জাতিক পর্যটন মেলা। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো পর্যটকদের জন্য বিমান টিকিট, হোটেল বুকিং করে দেওয়াসহ বিভিন্ন রকমের ভ্রমণ প্যাকেজের অফার দিচ্ছে। রয়েছে ঈদকে কেন্দ্র করে বিশেষ অফারও।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ে শুরু হয় তিন দিনব্যাপী 'ইউএস–বাংলা এয়ারলাইন্স ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫' শীর্ষক এই মেলা। চলবে আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) পর্যন্ত।
শুক্রবার বিকেলে মেলা ঘুরে দেখা যায়, মেলার প্রতিটি স্টলেই রয়েছে ভিড়। ভ্রমণপিপাসুদের জন্য স্টলগুলোতে দেওয়া হচ্ছে বিভিন্ন অফার।
ঈদ সামনে রেখে বিভিন্ন প্যাকেজ আনা হয়েছে জানিয়ে হোটেল দ্য কক্স টুডে এর হেড অফ সেলস সাইফুল ইসলাম বলেন, "গ্রীষ্ম ও ঈদকে সামনে রেখে গ্রাহককে আমরা আমাদের অফারগুলো দিচ্ছি। আমরা আশা করছি, দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে ঈদে আমরা ভালো পর্যটক পাবো।"
দর্শনার্থীরা মেলায় থাকা বিভিন্ন এয়ারলাইন্স সংস্থা, হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটরের স্টলগুলোতে ঢুঁ মারছেন তথ্য সংগ্রহ করতে।
আব্দুল কাদের এসেছেন তার স্ত্রীকে নিয়ে। তিনি বলেন, "ঈদের ছুটিতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা নিয়ে এসেছি। ভালো কিছু অফার পেয়েছি। প্যাকেজ আকারে আমরা পরিবারের অন্যান্য সদস্য মিলে ঘুরতে যাবো ঈদে।"
মেলা উপলক্ষে সি পার্ল বিচ রিসোর্ট তাদের গ্রহকদের জন্য সব ধরনের রুম ভাড়ার ওপর ৪০ শতাংশ ছাড় দিচ্ছে। ওশান প্যারাডাইস তাদের সব রুমের ভাড়ার ওপর ছাড় দিচ্ছে ৬০ শতাংশ। হোটেল দ্য কক্স টুডে তাদের বিভিন্ন সেবার ওপর দিচ্ছে বিশেষ ছাড়।
এদিকে, সব রুটের টিকিট মূল্যে ১৫ শতাংশ ছাড় দিচ্ছে বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার। পাশাপাশি কক্সবাজার ও কলকাতা ভ্রমণে আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করেছে কোম্পানিটি।
মেলা উপলক্ষে যাত্রীদের জন্য দিল্লি, কাঠমান্ডু, দুবাইসহ ১০টি রুটে মূল ভাড়ার ওপর ১৫ শতাংশ মূল্যছাড় দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
মেলার ২০তম আয়োজনে বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, ইরান, মালদ্বীপ, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, জর্ডান এবং ভারতের ৫০টিরও বেশি পর্যটন-সম্পর্কিত সংস্থাকে একত্র করেছে দ্য বাংলাদেশ মনিটর।
দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম বলেন, "মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে, সেই সাথে মানুষের ভ্রমণের আগ্রহও বাড়ছে। এক ছাদের নিচে সব তথ্য পাওয়া যাচ্ছে এখানে। সরকারকে ট্যুরিজম সেক্টরকে গুরুত্ব দিতে হবে।"
তিনি বলেন, "দেশের বাইরে অনেকে ঘুরতে যাচ্ছে। কিন্তু আমরা দেশের মধ্যে বিদেশি পর্যটক তেমন আনতে পারছি না। ১০ বছর আগের চেয়ে দেশে আরও কমেছে বিদেশি পর্যটকের সংখ্যা। সরকারকে পদক্ষেপ নিতে হবে যেন বিদেশি পর্যটক দেশে আনার ব্যবস্থা করা যায়।"
'আমার সিলেট' দিচ্ছে সিলেটের পর্যটন স্পটগুলোর জন্য বিভিন্ন অফার। সিলেটে গ্রুপে ঘোরার প্যাকেজ দিচ্ছে প্রতিষ্ঠানটি। ২-৩ জন, ৮ জন, ১২জন আর ৩০ জনের গ্রুপ ভ্রমণের প্যাকেজ রয়েছে তাদের।
২ দিন, ১ রাতের ৩০ জনের গ্রুপ ভ্রমণ প্যাকেজে জনপ্রতি খরচ পড়বে ২,৬০০ টাকা। প্যাকেজের আওতায় ঘোরানো হবে– জাফলং, লালাখাল, তামাবিল, শাহপরান মাজার, শিমুল বাগান, বারিকটিলা, নীলাদ্রী, যাদুকাটা নদী ও হাছন রাজার মিউজিয়াম।
ইরানের স্টলে মেডিকেল ট্যুরিজম আকর্ষণের বিষয়টি চোখে পড়ে। কথা হয় ডা. মুজতবা বারাজিগারের এর সঙ্গে; তিনি বলেন, "বর্তমানের বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসার জন্য যাওয়া একটু ঝামেলা হওয়ায় বাংলাদেশ থেকে ইরানে চিকিৎসা নেওয়ার সংখ্যা বাড়ছে।"
সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলছে এ পর্যটন মেলা। ৫০ টাকা এট্রি-ফি দিয়ে যেকেউ মেলায় প্রবেশ করতে পারছেন।