‘গেট খুলতে দেরি করায়’ নিরাপত্তারক্ষীকে গাড়ির ধাক্কা, নিহত নিরাপত্তারক্ষী
'ভবনের গেট খুলতে দেরি করায়' ঢাকার পূর্ব রাজাবাজার এলাকায় একটি আবাসিক ভবনের নিরাপত্তারক্ষী ওই ভবনের একটি ফ্ল্যাটের মালিকের গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে একটি সাদা রংয়ের সেডান গাড়ি ওই নিরাপত্তারক্ষীকে চাপা দেয়।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহাদ আলী জানান, নিহতের নাম ফজলু মিয়া এবং গাড়ির মালিক বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের সাবেক প্রকৌশলী মফিদুল ইসলাম বলে জানা গেছে।
তিনি আরও জানান, সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে একটি সাদা সেডান, রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো গ ৩৭৬০৬৪ ভবন থেকে বের করার সময় এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, গেট খুলতে দেরি হওয়ার কারণে গেট লক্ষ্য করে মালিক গাড়ি চালিয়ে দেন। এতে গেটের একটি অংশ ভেঙে যায় এবং গাড়ির সামনের কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়। এ সময় গাড়িটি নিরাপত্তারক্ষী ফজলু মিয়াকেও ধাক্কা দেয়।
এ বিষয়ে জিজ্ঞাসাবাদে ওই ভবনের এক বাসিন্দা বলেন, 'মফিদুল তৃতীয় তলায় একটি অ্যাপার্টমেন্টে থাকেন।'
তিনি বলেন, ''তিনি সকালে তার গাড়িতে করে বাইরে যাচ্ছিলেন। সেই সময়, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গেটে ধাক্কা খায়, এই সময় নিরাপত্তারক্ষীও প্রাণ হারান।''
তিনি আরও বলেন, ''এই ঘটনার ফলে গেটের একটি অংশ ভেঙে যায় এবং গাড়ির সামনের অংশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।''
গুরুতর আহত অবস্থায় ফজলু মিয়াকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
এদিকে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানান ওসি আহাদ আলী।
তিনি আরও বলেন, গাড়ির মালিকের বয়স ৫৫-৬০ বছর। রেগে গিয়ে তিনি তার চালককে সরতে বলে নিজেই চালকের আসনে বসে গেট লক্ষ্য করে গাড়ি চালিয়ে দেন। যার ফলে মারাত্মক এই দুর্ঘটনা ঘটেছে।
ঘটনার পর থেকেই গাড়ির মালিক পলাতক রয়েছেন। পুলিশ এখনও তাকে খুঁজছে বলেও জানান ওসি।