ড্রোন-রক্ষী মিলিয়ে মুম্বাইয়ের সেরা নিরাপত্তা ‘রণলিয়া’র বিয়েতে! কারা থাকছেন পাহারায়?
বিভ্রান্তির অবসান হলো তবে! নিশ্চিতভাবেই জানা গেছে, বাংলার নববর্ষের দিনেই সাত পাকে বাঁধা পড়ছেন তারকা জুটি আলিয়া ভাট এবং রণবীর কাপুর। তবে বিয়ের সাত-সতেরো নিয়ে এর বেশি খোঁজখবর পেতে রীতিমতো মাথার ঘাম পায়ে পড়তে পারে ভক্তদের। কারণ, এমনিতেই মুখে কুলুপ এটেছে কাপুর এবং ভট্ট পরিবার। তার উপর এবার শোনা যাচ্ছে, 'রণলিয়া'র বিয়ের আসরে থাকবে মুম্বাইয়ের সেরা নিরাপত্তা বাহিনীর নজরবন্দি। নিরাপত্তার ফাঁক দিয়ে মাছিটিও যেন গলতে না পারে!
বলিপাড়ার খবর, আর কে স্টুডিও থেকে শুরু করে বান্দ্রায় রণবীরের বাড়ি 'বাস্তু'— সবখানেই ছড়িয়ে ছিটিয়ে থাকবেন নিরাপত্তারক্ষীরা, যে দলে রয়েছেন ২০০ জন বাউন্সার! আলিয়ার ভাই রাহুল ভাট জানিয়েছেন, তিনি নিজেই নিরাপত্তা ব্যবস্থার দেখাশোনা করবেন। পেশায় স্বাস্থ্য-প্রশিক্ষক তথা অভিনেতা রাহুলের বক্তব্য, ড্রোন উড়িয়ে আকাশপথেও লাগাতার নজরদারি চলবে। কোনও রকম অবাঞ্ছিত ঘটনা তাঁর বোনের বিয়েতে কাম্য নয়। তাই নিরাপত্তা ব্যবস্থা একটু বেশিই আঁটোসাটো। রক্ষীদেরই একাংশ অতিথিদের নিয়ে যাবেন বিয়ের আসরে।
এখানেই শেষ নয়। বর-কনের পরিবারের সদস্যদের দাবি, বিশেষ ভাবে প্রশিক্ষিত নিরাপত্তা রক্ষী চাই। কেমন হতে হবে তাঁদের? রাহুলের কথায়, "ভদ্র, বিনয়ী, ইংরেজিতে কথা বলতে পারা নিরাপত্তা রক্ষীরা অগ্রাধিকার পাবেন। তবে শুধুমাত্র নেশামুক্ত, বুদ্ধিদীপ্ত ব্যক্তিরাই এই কাজে বহাল থাকবেন। একটু কূটনৈতিক জ্ঞান থাকলে ভালো হয়।"
এদিকে বিয়ের প্রস্তুতি চলছে জোর কদমে। জানা যাচ্ছে, আর কে স্টুডিওতে মেহেদি, নাচগান এবং একটি ককটেল পার্টির আয়োজন হবে। সেখানে অতিথিদের মশগুল রেখে কড়া পাহারায় বিয়ে সারবেন 'রণলিয়া'।
সূত্র: আনন্দবাজার পত্রিকা