নারায়ণগঞ্জে পরীক্ষাকেন্দ্রে গাঁজাসহ আটকের পর এইচএসসি পরীক্ষার্থী কারাগারে
নারায়ণগঞ্জে উচ্চ মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে পকেটে গাঁজাসহ ধরা পড়ায় বৃহস্পতিবার (৪ জুলাই) এক ছাত্রকে ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নারায়ণগঞ্জের ভ্রাম্যমাণ আদালত।
'ভুলতা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ইংরেজি প্রথম পত্র পরীক্ষার সময় ওই ছাত্রের পকেট তল্লাশি করে গাঁজার প্যাকেট পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়,' কেন্দ্রসচিব আব্দুল আউয়াল মোল্লা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন।
পরে ভ্রাম্যমাণ আদালত ওই ছাত্রকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইমন সরকার।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম শ্রাবণ মোল্লা (১৮)। তিনি পাঁচরুখি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজের ছাত্র।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল বলেন, 'একজন শিক্ষার্থী মাদক নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করেছেন — এটা আমাদের কাছে বিস্ময়কর ঠেকেছে। এছাড়া একই কেন্দ্র থেকে জাল সার্টিফিকেট বহনের অভিযোগে আরও দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।'