কোটাবিরোধী আন্দোলন: দ্বিতীয় দিনের মতো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (৮ জুলাই) বিকাল পৌনে ৪টায় মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় তারা এ কর্মসূচি শুরু করেন।
গতকাল রবিবার (৭ জুলাই) থেকে সারাদেশে শুরু হওয়া 'বাংলা ব্লকেড' কর্মসূচির অংশ হিসেবে মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে সড়কের উভয়পাশে যান চলাচাল বন্ধ হয়ে যায়।
কর্মসূচিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজসহ জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ, জেলার বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
বিকাল সাড়ে ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ কর্মসূচি চলছিল।
কর্মসূচিতে শিক্ষার্থীরা কোটাবিরোধী স্লোগান দিতে থাকেন। এতে এক শিক্ষার্থী গলায় দড়ি ঝুলিয়ে প্রতীকী ফাঁস নেওয়ার মাধ্যমে কোটা পদ্ধতি সংস্কারের দাবি জানান। কোনো কোনো শিক্ষার্থী মহাসড়কে ক্রিকেট ও ফুটবলও খেলতেও শুরু করেন।
শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনকারী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী ফয়সাল আহমেদ সিফাত বলেন, 'আমরা এখন এক দফা দাবি নিয়ে আন্দোলন করছি। দাবি না মানলে আমরা মহাসড়ক ছাড়ব না।'
ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী ফরহাদ হোসেন বলেন, 'কোটাবিরোধী আন্দোলনের মধ্যেই আমরা প্রশ্নফাঁসের খবর পেলাম। পিএসসি'র মতো একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে এমন ঘটনা ঘটেছে। আমরা যাব কোথায়?'