গ্লাসওয়্যার পণ্য তৈরিতে ১,২০০ কোটি টাকা বিনিয়োগ করছে কিয়াম
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে একটি অত্যাধুনিক গ্লাসওয়্যার কারখানা নির্মাণের জন্য ১,২০০ কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে বিআরবি গ্রুপের সিস্টার কনসার্ন কিয়াম গ্লাসওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কারখানার প্রথম ইউনিটটি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে উৎপাদনে যাবে বলে আশা করা হচ্ছে।
কিয়াম গ্লাসওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজবার রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "বঙ্গবন্ধু শিল্পনগরে ২০ একর জায়গায় প্রথম ফেইজে ফ্যাক্টরি তৈরির কাজ অর্ধেক শেষ হয়েছে। আমরা আশা করছি, আগামী বছর ফেব্রুয়ারি থেকে সর্বোচ্চমানের গ্লাসওয়্যার পণ্য উৎপাদন শুরু হবে।"
তিনি বলেন, "সেখানে প্লেট, গ্লাস, জগ, কাপ, পিরিচসহ কাচের বিভিন্নরকম পণ্য উৎপাদন করা হবে। এখানে কর্মসংস্থানের সুযোগ হবে প্রায় ২,৫০০-৩,০০০ লোকের।"
জানা গেছে, প্রকল্পটির কাজ দুই ধাপে শেষ হবে। ২০ একর জায়গায় প্রথম ধাপে সোডালাইন গ্লাস তৈরির কারখানা হচ্ছে। যেখানে প্রতিদিন ৭০ মেট্রিক টন গ্লাসওয়্যার পণ্য উৎপাদন হবে। প্রথম ফেইজে ৫০০-৬০০ কোটি টাকা বিনিয়োগ হচ্ছে।
আর দ্বিতীয় ফেইজে বাকি ১০ একর জমিতে পণ্য মোড়কীকরণের জন্য প্যাকেজিং ইন্ডাস্ট্রি হবে। সেইসঙ্গে প্রতিদিন ৫০ মেট্রিকটন অপাল গ্লাসের গ্লাসওয়্যার পণ্য তৈরির ইউনিট স্থাপনের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। পণ্যর চাহিদা দেখে আগামী এক বছরের মধ্যে দ্বিতীয় ধাপের কাজ শেষ করতে চায় কিয়াম।
মো. মিজবার রহমান বলেন, "গ্লাসওয়্যার পণ্য দেশে বিক্রির পাশাপাশি রপ্তানি করার লক্ষ্য আছে আমাদের। আমরা এখন কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পণ্য রপ্তানি করছি।"
তিনি বলেন, "গ্লাসওয়্যার পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় মেশিনের ৭০ শতাংশ আমদানি হয়েছে। প্রথম ফেইজে ৫০০-৬০০ কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। আমাদের পুরো প্রকল্পে বিনিয়োগ হবে ১,০০০-১,২০০ কোটি টাকা।"
জানা গেছে— নাসির গ্রুপ, অলিলা গ্লাস ইন্ডাস্ট্রিস লিমিটেড দেশে টেবিলওয়্যার গ্লাসওয়্যার পণ্য তৈরি করছে।
গ্লাসওয়্যার পণ্য তৈরির জন্য বিদেশ থেকে দক্ষ প্রশিক্ষক আনা হবে জানিয়ে মিজবার রহমান বলেন, "বিদেশি প্রশিক্ষকরা ৫-৬ মাস থাকবেন। তারা আমাদের কর্মীদের প্রশিক্ষণ দেবেন। আমাদের দেশেও এ খাতে কর্মীরা আছেন। আশা করছি, দক্ষকর্মী সংকট আমাদের হবে না।"
তবে কর্মীদের বাসস্থানের সুবিধা করে দেওয়ার জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রতি অনুরোধ জানান মিজবার রহমান।
তিনি বলেন, "কিয়াম গ্লাসওয়্যার ইন্ডাস্ট্রিস লিমিটেড যখন উৎপাদনে আসবে, তখন ৩ শিফটে ২৪ ঘণ্টা কাজ হবে। তাই কর্মীদের থাকার জন্য জায়গা প্রয়োজন। বর্তমানে অর্থনৈতিক অঞ্চলের ভেতরে কর্মীদের জন্য বাসস্থান তৈরির সুযোগ নেই প্রতিষ্ঠানের। তাই অর্থনৈতিক অঞ্চলের বাইরে কর্মীদের থাকার থাকার জায়গা তৈরিতে বেজার সহযোগিতা চাই।"
এদিকে, কর্মীদের থাকার জায়গার বিষয় বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন টিবিএসকে বলেন, "আমাদের পরিকল্পনা আছে ফেনী নদীর ওই পাড়ে (অর্থনৈতিক অঞ্চলের বাইরে) পরিকল্পিত আবাসন তৈরি করার। জায়গা এখনও পাইনি, জায়গা পেলে কাজ শুরু করবো। আপাতত আশেপাশে যে গ্রাম আছে, সেখানে বাড়ি ভাড়া নিয়েই থাকা যাবে। যোগাযোগ ব্যবস্থা উন্নত। প্রতিষ্ঠানে যারা কাজ করে, তাদের যাতায়াতের জন্য টেম্পু, বাস চালু আছে।"
চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলা এবং ফেনীর সোনাগাজী উপজেলায় ৩০ হাজার একর জমির ওপর গড়ে উঠছে দেশের বৃহত্তম শিল্পনগরী বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর। এ শিল্পনগরীতে এ পর্যন্ত ১১টি প্রতিষ্ঠান উৎপাদন শুরু করেছে।