গার্মেন্টস শিল্প নিয়ে পাশের এক দেশ অপপ্রচার ও ষড়যন্ত্র করছে: উপদেষ্টা সাখাওয়াত
বাংলাদেশের গার্মেন্টস শিল্প নিয়ে পাশ্র্ববর্তী একটি দেশ অপপ্রচার ও ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন।
তিনি বলেছেন, গার্মেন্টস শিল্প নিয়ে পার্শ্ববর্তী একটি দেশ অপপ্রচার এবং ষড়যন্ত্র করছে। তবে দেশের ক্ষতি করে অন্যের মেহমানদারি করা হবে না।
আজ শনিবার বিকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
উপদেষ্টা সাখাওয়াত বলেন, বিগত সরকারেরর সময়ে দুর্নীতির জন্য পুরো ব্যাংকিং খাত ধ্বংস করা হয়েছে। বিভিন্ন মাফিয়া গ্রুপ তৈরি করা হয়েছে। তাদের এবার নাড়া দেওয়া হবে।
তিনি আরও বলেন, বেক্সিমকো নিয়ে সমস্যায় আছি। কোনো রপ্তানি না করেও একটি ব্যাংক থেকে ১০০ কোটি টাকা নিয়ে গেছে। একটি গ্রুপ একাই ৫৮ হাজার কোটি টাকা ঋণ নিয়েছিল।