বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করব: ওবায়দুল কাদের
এ বছর নয়, আগামী বছরের ১ জুলাই থেকে সর্বজনীন পেনশনের 'প্রত্যয়' স্কিম চালু হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন।
শনিবার (১৩ জুলাই) সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের বিরুদ্ধে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকনেতাদের সঙ্গে আলোচনা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, '২০২৫ সালের ১ জুলাইতে শিক্ষকদের পেনশন স্কিমের কার্যকারিতা শুরু হবে। এর আগে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ২০২৪ সালের যে তথ্য দেওয়া হয়েছে, তা সঠিক নয়।'
এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবিনামা প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে বলেও জানিয়েছেন আ. লীগের সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের বলেন, 'সবার পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা হবে ২০২৫ সালের ১ জুলাই থেকে। এটা তাদের পরিষ্কারভাবে বলেছি।'
বৈঠকে শিক্ষকদের সুপার গ্রেড দেওয়ার বিষয়টি আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, 'আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা ও লিখিত দাবিনামা সরকারের উচ্চ পর্যায়ে প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করব। পরবর্তী সময়ে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেব। আলাপ-আলোচনায় আশা করি সমাধান আসবে।'
এছাড়াও বৈঠকে শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহার করার অনুরোধ করা হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, 'শিক্ষকরা বলেছেন, ফেডারশনের নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন।'
শনিবার (১৩ জুলাই) বেলা ১১টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় শুরু হয় এ বৈঠক, শেষ হয় দুপুর ১টায়।
বৈঠক শেষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া বলেছেন, আলোচনা সন্তোষজনক হয়েছে।
তিনি বলেন, 'আমাদের তিন দফা দাবি নিয়ে আলোচনা হয়েছে। খোলামেলা আলোচনা হয়েছে। শিক্ষক সমিতির ফেডারেশনে আলোচনা করে মিডিয়ার সাথে কথা বলব।'
শিক্ষকদের চলমান কর্মবিরতি প্রসঙ্গে নিজামুল হকও বলেছেন, 'সবগুলো বিশ্ববিদ্যালয়ে ফেডারেশনের সাথে কথা বলে, শিক্ষক সমিতির সাথে কথা বলে, সভা করে আমরা সিদ্ধান্ত নেব।'
সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকনেতাদের সঙ্গে গত ৪ জুলাই বৈঠকে বসার কথা ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। যদিও সেদিন সে বৈঠক হয়নি। ওই বৈঠক আজ অনুষ্ঠিত হলো।