এবারের বর্ষায় বৃষ্টিপাত এখনও কম, বাড়তে পারে জুলাইয়ের শেষে
দেশে বর্ষাকাল শুরু হলেও স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত এখনও কম হয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে এ মাসের শেষ ১০ দিনে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ছাড়িয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, দেশে তাপ প্রবাহে যেমন এ বছর বিগত সকল রেকর্ড ভেঙেছে, তেমনি বৃষ্টিপাতেও ছাড়িয়ে যেতে পারে। এ মাসে ১৩ জুলাই পর্যন্ত দেশের গড় বৃষ্টিপাত ছিল ১৩৩ মিলিমিটার, যা স্বাভাবিকের থেকে ৩৯ শতাংশ কম। জুলাই মাসে দেশের স্বাভাবিক গড় বৃষ্টিপাত ৫২৩ মিলি মিটার।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন এবং মৌসুমী বায়ুর প্রভাবে বর্ষাকাল হওয়া সত্ত্বেও দেশের অনেক এলাকাতেই স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে। তবে দেশের কিছু এলাকায় ইতোমধ্যে স্বাভাবিকের চেয়ে দুইগুণেরও বেশি বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, জুন মাসে সিলেটে ২,০০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে— যা স্বাভাবিকের চেয়ে প্রায় আড়াইগুণ বেশি। সিলেটে জুন মাসের স্বাভাবিক বৃষ্টিপাত ৮১৮ মিলিমিটার।
আর সিলেটে জুলাইয়ে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ৮১৯ মিলিমিটার হলেও মাসের প্রথম ১৩ দিনেই সিলেটে ৬১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "দেশে জুলাই মাসের প্রথম ১০ দিনের বৃষ্টিপাতের ট্রেন্ড ২-৩টি এলাকা ব্যতীত স্বাভাবিক ছিল। বর্তমান ট্রেন্ডে বৃষ্টিপাতের পরিমাণ কম। ২০ তারিখের পরে সারাদেশেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। এ মাসের শেষ ১০ দিনে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।"
এ আবহাওয়াবিদ আরও বলেন, "দেশে জলবায়ু পরিবর্তনের ফলে বৃষ্টির ট্রেন্ড কিছুটা পরিবর্তন হয়েছে। অল্প সময়ে অধিক বৃষ্টিপাতের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। আগামী ২০ জুলাই পর্যন্ত খুলনা, রাজশাহী, ঢাকাসহ বেশকিছু এলাকায় বর্তমানের মতো সামান্য বৃষ্টিপাতের ট্রেন্ড থাকবে। ২১ তারিখ থেকে সিলেট, কক্সবাজার, চট্টগ্রাম, ময়মনসিংহসহ বেশকিছু এলাকায় অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছি।"
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)- এর বৃষ্টিপাতের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ঢাকায় জুলাই মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ৩৭৩ মিলিমিটার— সেখানে ঢাকায় মাসের ১৩ দিনেই বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে ২৮৫ মিলি মিটার।
চলতি মাসের ১৩ তারিখ পর্যন্ত টেকনাফে ৮৮০, কক্সবাজারে ৮৯৮ এবং সুনামগঞ্জে ১২৩৫ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। যেখানে জুলাই মাসে এসব এলাকায় স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ যথাক্রমে ১০৩০, ৯২৫ এবং ১৪০৩ মিলিমিটার।
রোববারে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় তেতুলিয়ায় ৮৬ মিলিমিটার। আর ঢাকায় রেকর্ড করা হয় ৫ মিলিমিটার বৃষ্টিপাত।
বন্যা সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে, দুধকুমার নদীর পানি ৭ সেন্টিমিটার বেড়ে ১৩টি স্টেশনে পানির স্তর বিপদসীমার উপরে রয়েছে।
এফএফডব্লিউসির নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন— "ব্রহ্মপুত্র, যমুনা, দুধকুমার, আত্রাই, সুরমা, কুশিয়ারা ও সোমেশ্বরী নদী বিপদসীমার উপরে রয়েছে। বর্তমানে ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি কমছে, এ প্রবণতা আগামী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্বাঞ্চলীয় নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।"
এদিকে, আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।