অবরোধ তুলে নেওয়ায় সাড়ে ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
শিক্ষার্থীরা রাজধানীতে রেলপথ অবরোধ তুলে নেওয়ায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে দেশের অন্যান্য জেলার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডকে আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা রাজধানীর মহাখালীসহ বিভিন্ন জায়গায় রেলপথ অবরোধ করেন। এতে ট্রেন চলাচল ব্যাহত হয়।
রেলওয়ে কর্মকর্তাদের মতে, আন্দোলনের কারণে আজ বিকেল সাড়ে ৪টা থেকে কমলাপুর স্টেশনসহ বিভিন্ন জায়গায় অন্তত ৯টি ট্রেন আটকা পড়ে।
আনোয়ার হোসেন জানান, রেলপথ অবরোধের কারণে রাজশাহী এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, সুবর্ণা এক্সপ্রেস, সিরাজগঞ্জ এক্সপ্রেসসহ ৬টি ট্রেন কমলাপুর স্টেশনে আটকে পড়ে।
অন্যদিকে ঢাকা অভিমুখী তিনটি ট্রেন বনলতা এক্সপ্রেস, চিলাহাটী এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেস মাঝপথে আটকা পড়ে।
তিনি এও বলেন, শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার না করা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হবে না।
ঢাকা ক্যান্টমেন্ট রেলওয়ে স্টেশনের মাস্টার জানান, কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস গাজীপুরের মৌচাকে আটকে পড়ে। ট্রেনটি বিকেল ৪টা ৫মিনিটে পৌঁছানোর কথা ছিল।