কোটা সংস্কার আন্দোলন: পদ্মা সেতু এলাকায় মহাসড়ক অবরোধের চেষ্টা; পুলিশের বাধা
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও যান চলাচল স্বাভাবিক রাখতে উক্ত এলাকায় র্যাবের অতিরিক্ত টহল মোতায়েন রয়েছে।
কোটা সংস্কার আন্দোলনকারীরা পদ্মা সেতু এলাকার মহাসড়ক বন্ধের চেষ্টা করেছে। পরবর্তীতে র্যাব ও পুলিশের বাধায় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
আজ (বুধবার) সাড়ে ১১টার দিকে পদ্মা সেতুর মাওয়া পয়েন্টে কোটা সংস্কার আন্দোলনকারীরা ঢাকা-মাওয়া প্রধান সড়ক অবরোধের চেষ্টা করে। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও যান চলাচল স্বাভাবিক রাখতে উক্ত এলাকায় র্যাবের অতিরিক্ত টহল মোতায়েন রয়েছে।