নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ
কোটা সংস্কার ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া গোলচত্বর ও দুই নম্বর রেলগেইট আটকে দিয়ে বিভিন্ন স্লোগানে বিক্ষোভ করছেন তারা।
আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সোয়া ১১ টায় শিক্ষার্থীরা জড়ো হয়ে চাষাঢ়া ও দুই নম্বর রেলগেইট আটকে রাখেন। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। ভিন্ন পথ ঘুরে চলাচল করতে দেখা গেছে গাড়িগুলোকে। যান চলাচল বন্ধ থাকলেও রোগীবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স ছেড়ে দিচ্ছেন আন্দোলনকারীরা।
এদিকে সকাল থেকেই নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। সাথে রাখা হয়েছে একটি এপিসি ও জল কামান। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে 'ভুয়া ভুয়া' দুয়োধ্বনি দিতে থাকে। তোপের মুখে পুলিশ সড়ক থেকে সরে চাষাঢ়া সোনালী ব্যাংকের গলিতে চলে যায়। তবে রাস্তায় এখনও মোতায়েন আছে এপিসি ও জল কামান।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, 'গতকাল প্রধানমন্ত্রীর ভাষণে আমাদের দাবি আদায়ের বিষয়টি স্পষ্ট হয়নি। দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ অবস্থান চলবে।'