মিরপুরে ১০-এ মেট্রোরেল লাইনের নিচে ওভারব্রিজে আগুন; মেট্রো চলাচল বন্ধ
সকাল থেকেই মিরপুরে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হচ্ছে। একপর্যায়ে মিরপুর ১০ নম্বর গোলচক্করের পুলিশ বক্সে আগুনের ঘটনা ঘটে।
ঐ আগুনে পুড়ে যায় ওভারব্রিজ। একইসাথে ওভারব্রিজের ওপরে থাকা মেট্রোরেলের লাইন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভিডিওতে মেট্রোর ঐ লাইনে ব্যাপক ধুঁয়া দেখা যায়।
এদিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে বলা হয়, "যাত্রীদের নিরাপত্তার স্বার্থে অদ্য বেলা ০২:২৫ মিনিট থেকে সাময়িক সময়ের জন্য মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনসমূহে মেট্রো ট্রেন চলাচল বন্ধ আছে। তবে উত্তরা উত্তর থেকে পল্লবী পর্যন্ত এবং মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো ট্রেন চলাচল স্বাভাবিক আছে। বন্ধ স্টেশনসমূহ চালু হলে তাৎক্ষণিক জানানো হবে।"
এদিকে মিরপুর ১০-এ রাবার বুলেটে অন্তত ৫০ জন আন্দোলনরত শিক্ষার্থী আহত হয়েছেন বলে ঘটনাস্থল থেকে আমাদের সংবাদদাতা জানিয়েছেন। বিক্ষোভরত শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশ রাবার বুলেট, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে।