চট্টগ্রামে আন্দোলনকারী-পুলিশের সংঘর্ষে নিহত ২
চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) কর্তব্যরত চিকিৎসক তুহিন শুভ্র দাশ মৃত্যুর বিষয়টি টিবিএস কে নিশ্চিত করেন।
তিনি আরও বলেন, ৩ পুলিশসহ আহত আরও ৩৫ জনকে আহত ভর্তি করা হয়েছে চমেকে।
চট্টগ্রাম নগরীতে আজ চার ঘন্টাব্যাপী এই সংঘর্ষ চলছে। এরমধ্যে বহাদ্দারহাট পুলিশ বক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ প্রতিবেদন লেখার সময় সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সংঘর্ষ চলছিল বলে জানা গেছে।
নগরীর বহাদ্দারহাট থেকে শাহ আমানত সেতু এলাকা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছে। বিশেষ করে দুপুর সোয়া ২টার দিকে নগরীর বহাদ্দারহাটের সড়কের পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে ছাত্রলীগ, যুবলীগের নেতা-কর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালালে এলাকাটি রণক্ষেত্রে রূপ নেয়। তখন পুলিশও যুক্ত হয় সংঘর্ষে।
এসময় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের প্রকাশ্যে গুলিবর্ষণ করতে দেখা গেছে। এছাড়া দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়েও আক্রমণ করে শিক্ষার্থীদের ওপর। ক্রমে সংঘর্ষ বহাদ্দারহাট, মোহাম্মদপুর, বাদুরতলা, চাঁদগাও ও মুরাদপুর পর্যন্ত ছড়িয়ে পড়ে। পরবর্তীতে তা ত্রিমুখী সংঘাতে রূপ নেয়।