‘আমার সন্তান, আমার কাছেই নিরাপদ’
কোটাসংস্কার আন্দোলনের ৫ সমন্বয়ককে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সমন্বয়কদের 'নিরাপত্তার স্বার্থে' তাদের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ। এসময় সমন্বয়কদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা না করতে তাদের পরিবারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।
তবে এ ধরনের আশ্বাসে আস্থা রাখতে পারছেন না কোটাসংস্কার আন্দোলনের এই নেতাদের স্বজনরা। বরং তারা নিজেদের শঙ্কার কথাই বলেছেন।
আজ রোববার (২৮ জুলাই) বিকেলে মিন্টো রোডে ডিবির প্রধান কার্যালয়ে খোঁজখবর নিতে আসেন তারা। কিন্তু, তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদুল ইসলামের মা মমতাজ নাহার সাংবাদিকদের বলেন, 'নিজের পরিবার বা মায়ের আঁচলের চেয়ে পুলিশের হেফাজতে কীভাবে কেউ নিরাপদ থাকবে! আমরা ওকে দেখার জন্য ডিবি অফিসে প্রবেশ করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের নিষেধ করা হয়েছে। সে (নাহিদুল) বা আমরা (পরিবারের) কেউই পুলিশের কাছে কোনো নিরাপত্তা চাইনি' - কান্নাজড়ানো কণ্ঠে বলছিলেন তিনি।
মিন্টো রোডে আরো এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের স্ত্রী সানজিতা আখতার। গত ১৭ জুলাই শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে এলে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার সন্ধান জানতে এসেছিলেন সানজিদা।
তিনি বলেন, "আমি আমার স্বামীর অবিলম্বে নিঃশর্ত মুক্তি চাই।'
গত শুক্রবারে কোটা আন্দোলনের তিন সমন্বয়ককে নিরাপত্তার দেওয়ার কথা বলে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। গত সন্ধ্যাতে আরো দুই সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।