সুমন সিকদারকে হত্যামামলায় ডিবির ইফতেখার মাহমুদ তিনদিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সুমন সিকদারকে (৩১) গুলি করে হত্যার অভিযোগে করা মামলায়— ডিবি পুলিশের গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার ইফতেখার মাহমুদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ছাত্রজনতার গণঅভ্যুত্থানের সময় রাজধানীর বাড্ডার ফুজি টাওয়ারের সামনে গুলিতে নিহত হন সুমন।
রোববার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর বাড্ডা এলাকা থেকে ইফতেখার মাহমুদকে গ্রেফতার করে পুলিশ। এরপর আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সুমন সিকদার হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক নুরুল ইসলাম খান আসামিকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বাড্ডার প্রগতী স্মরণীতে গুলিতে নিহত হন সুমন সিকদার। এ ঘটনায় তার মা মোসা. মাসুমা ২০ আগস্ট বাড্ডা থানায় একটি মামলা দায়ের করেন।
এর আগে গত ২৪ আগস্ট ডিএমপি কমিশনার বরাবর একটি চিঠি দেন ইফতেখারের স্ত্রী সাবা তাহসীন। চিঠিতে তিনি তার নিখোঁজ স্বামীর সন্ধান পেতে সহযোগিতা চান।
ডিএমপি কমিশনার বরাবর দেওয়া চিঠিতে বলা হয়েছে, গত ৫ আগস্ট ইফতেখার মাহমুদ বাড্ডা থানায় দায়িত্ব পালন করেন। এদিন সরকার পতন হলে তিনি প্রাণবাঁচিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় তার সঙ্গে ইস্যুকৃত অস্ত্র ছিল।