সরকার পতনের জন্য সন্ত্রাসী হামলা চালানো হয়েছিল: ভারতীয় হাইকমিশনারকে শেখ হাসিনা
দেশের সাম্প্রতিক সহিংসতাকে 'সন্ত্রাসী হামলার কাছাকাছি' বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই হামলার লক্ষ্য ছিল শ্রীলঙ্কার মতো পরিস্থিতি তৈরি করে তার সরকারকে ক্ষমতাচ্যুত করা।
বুধবার (৩১ জুলাই) বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, 'এটি মোটেও কোনো আন্দোলন ছিল না এবং এক পর্যায়ে এটি প্রায় সন্ত্রাসী হামলায় পরিণত হয়েছিল।'
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এম নাঈমুল ইসলাম খান সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতকে বলেছেন, সহিংসতাকারীরা আসলে তার (শেখ হাসিনা) সরকারকে উৎখাতের জন্য শ্রীলঙ্কায় যেমনটি ঘটেছিল, ঠিক সেরকম পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিল।
তিনি বলেন, 'প্রকৃতপক্ষে তারা (নৈরাজ্যকারীরা) শ্রীলঙ্কার মতো সহিংসতা সৃষ্টি করে সরকারকে উৎখাতের পরিকল্পনা করেছিল।'
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এবং অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।