লক্ষ্মীপুরে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ১০
লক্ষ্মীপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ (২ আগস্ট) জুমার নামাজের পর দুপুর ২টার দিকে নগরীর তমিজ মার্কেট এলাকায় শিক্ষার্থীরা মিছিল বের করলে এ ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিক কারো নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, জুমার নামাজ শেষে উপজেলা চেয়ারম্যান একেএম সালাহউদ্দিন টিপু যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে অবস্থান নেন এবং আন্দোলনকারীদের দ্রুত বাড়ি চলে যেতে বলেন। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা স্লোগান দিয়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে রাস্তা থেকে সরিয়ে দেয়। পরে আন্দোলনকারীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপুর মোবাইলফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) হাসান মোস্তফা স্বপন গণমাধ্যমকে বলেন, 'লক্ষ্মীপুর আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে।'
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবি ছিদ্দিক গণমাধ্যমকে বলেন, 'লক্ষ্মীপুর শান্ত ছিল। সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে ছিল। চেয়ারম্যানের উসকানিতে ঘটনাটি ঘটেছে।'