সিলেটে মিছিলে ছাত্র-জনতার ঢল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ মিছিলে সিলেটে ছাত্র-জনতার ঢল নেমেছে। আজ শনিবার (৩ আগস্ট) বৃষ্টি উপেক্ষা করে নগরীর চৌহাট্টা-জিন্দাবাহার সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, বেলা ১২টায় নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। ধীরে ধীরে বাড়তে থাকে জমায়েত। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সেখানে জড়ো হন। সেখানেই অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারীদের পাশেই সাঁজোয়া যান নিয়ে অবস্থান নেয় পুলিশ। আন্দোলনকারীরা সড়ক অবরোধ করলে পুলিশ তাদের সড়ক থেকে সরে যেতে বলে। এতে আন্দোলনকারীরা উত্তেজিত হয়ে ওঠেন। তারা পুলিশকে উদ্দেশ্য করে 'ভুয়া, ভুয়া' স্লোগান দেন। পুলিশের দিকে তেড়েও যায় কয়েকজন। একপর্যায়ে পিছু হটে পুলিশ।
কর্মসুচি থেকে আন্দোলনকারীরা সরকারের পদত্যাগ দাবি করেন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডেও লেখা ছিল এই দাবি।
বেলা ৩টার দিকে তুমুল বৃষ্টি শুরু হলেও আন্দোলন চালিয়ে যেতে থাকেন তারা।
জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, 'বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে যাতে কোনো নাশকতামূলক ঘটনা না ঘটে, সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করলে পুলিশ তাদের বাধা দেবে না। তবে তারা বিশৃঙ্খলা করলে পুলিশ প্রতিহত করবে।'