খুলনায় পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষের ঘটনায় ৩ মামলা: আসামি ৭ হাজার ৭০০
খুলনায় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন থানায় তিনটি মামলা দায়ের হয়েছে। এতে মোট আসামি করা হয়েছে ৭ হাজার ৭০০ জনকে।
শনিবার (৩ আগস্ট) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (কেএমপি) মোজাম্মেল হক। এর আগে শুক্রবার খুলনার বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়।
কমিশনার বলেন, 'শুক্রবারের সহিংসতার ঘটনায় তিন থানায় তিনটি মামলা হয়েছে। এরমধ্যে সদর থানায় গাড়ি পোড়ানো, লবণচরা থানায় পুলিশ হত্যা এবং হরিণটানা থানায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।'
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, 'পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দানের অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। এতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৫ থেকে ৬ হাজার জনকে।'
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, 'শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে পুলিশ কনস্টেবল সুমন কুমার ঘরামীকে পিটিয়ে হত্যার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। এতে অজ্ঞাত পরিচয়ের ১ হাজার থেকে ১,২০০ জনকে আসামি করা হয়েছে।'
এছাড়া সদর থানায় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এতে ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল।
এই তিনটি থানা কেএমপির ডেপুটি কমিশনার (ডিসি) দক্ষিণ জোনের আওতাভুক্ত। এই জোনের ডিসি মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, 'এই তিনটি মামলায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। তবে তদন্ত সাপেক্ষে গ্রেফতার করা হবে।
উল্লেখ্য, শুক্রবার (২ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত খুলনার শিববাড়ি, সোনাডাঙ্গা, জিরো পয়েন্ট, গল্লামারী মোড় এবং খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় এ সংঘর্ষ হয়। এতে এক পুলিশ কনেস্টবল নিহতসহ ৩০ জন পুলিশ সদস্য আহত হন। এছাড়া বিভিন্ন হাসপাতালে প্রায় শতাধিক আহত শিক্ষার্থী ভর্তি হয়েছেন।