কাল থেকে ১৫ ঘণ্টা কারফিউ শিথিল; ‘দাবি মানা হয়েছে’, আন্দোলন বন্ধের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
আগামীকাল রোববার থেকে কারফিউ শিথিলের সময় আরও বাড়ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলায় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে।
আগামীকাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 'অসহযোগ আন্দোলন' কর্মসূচির প্রসঙ্গে তিনি বলেন, 'তারা এটা ভুল আন্দোলন করছেন বলে আমি মনে করি। যেহেতু তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে, সুতরাং তাদের এ সমস্ত… এ অসহযোগ আন্দোলন আমার মনে হয় তুলে নেওয়া উচিত।'
আজ শনিবার (৩ আগস্ট) রাতে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী চাইলে বা সেরকম পরিস্থিতি হলে পদত্যাগ করব।
'প্রয়োজন হলে... এ রকম যদি কোনো সিচুয়েশন [পরিস্থিতি] আসে, প্রধানমন্ত্রী যদি মনে করেন… আমরা তো সব সময় দেশের জন্য কাজ করি। আমরা সেটা করব, যদি প্রধানমন্ত্রী সেটা মনে করেন,' বলেন তিনি।
তিনি বলেন, রংপুর বিশ্ববিদ্যালয়ের সামনে নিহত আবু সাঈদের ঘটনায় দুজন পুলিশকে সাসপেন্ড করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এইচএসসি পরীক্ষার্থী ও ছাত্রদের জামিন দেওয়া হচ্ছে। ২ আগস্ট ৭৫ জন এবং ৩ আগস্ট ৫৯ জন মিলিয়ে দুদিনে মোট ১৩৪ জন ছাত্রকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
যে সব শিক্ষার্থীদের আটক করা হয়েছে, যাচাইবাছাইয়ের মাধ্যমে তাদের মধ্যে যারা নিরপরাধ তাদেরকে ছেড়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
'তবে কারোর বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, যেমন যাত্রাবাড়ীতে মেরে লাশ ঝুলিয়ে রেখেছে যে কিশোর, তাকে ছাড়া হবে না। বা এ ধরনের কোনো কাজে অন্য কেউ থাকলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে,' বলেন তিনি।
আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিশুমৃত্যু নিয়ে ইউনিসেফ যে রিপোর্ট দিয়েছে তা সঠিক নয়। 'শিশুর সংজ্ঞা এখানে মূলত বিষয়। যাদেরকে শিশু বলা হচ্ছে — ১৭-১৮ বছরের — তারা আসলে যুবক। কোনো শিশু মারা যায়নি।'
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 'আপনারা জানেন, এ আন্দোলনের সময় ঢাল হিসেবে তাদেরকে নিয়ে আসা হয়েছিল। তারা সামনে ছিল, পেছনে ছিল যারা আসল। তাদের চেহারাটা... শিশুদের আড়ালেই তারা ছিল। পেছনের শক্তিকে রুখতে এ ঘটনাগুলো ঘটেছে।'
কাদের গুলিতে মানুষ মারা গিয়েছে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'আজকে গুলির যে তথ্যগুলো আমরা পেয়েছি, এর অনেকগুলোই পুলিশের রাইফেলের গুলি না। পুলিশ ব্যবহার করে না এগুলো।'
আন্দোলনকারীদের এক দফা এবং অসহযোগ আন্দোলন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'নিজেকে রক্ষায় পুলিশ গুলি চালাতেই পারে, এটা তার অধিকার। তবে সরকার অবস্থা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে।'