ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
আজ রোববার (৪ আগস্ট) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে মহাসড়কে নেমে আসেন জাবির শিক্ষার্থী ও আন্দোলনকারীরা। তাদের সঙ্গে যোগ দেন অভিভাবক ও স্থানীয় জনতাও।
এতে সড়কে যান চলাচল একেবারে বন্ধ রয়েছে।
এ সময় শিক্ষার্থীদের নানান রকম প্রতিবাদী স্লোগান দিতে শোনা যায়।
এদিকে, সকাল থেকে অনেকটাই ফাঁকা রয়েছে সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক।
সকাল ১০টার দিকে মহাসড়কের সাভার বাস স্ট্যান্ডসহ বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, মহাসড়কে গণপরিবহন নেই বললেই চলে। বেশ কিছুক্ষণ পরপর হাতে গোনা দু-একটি গণপরিবহন চলতে দেখা গেছে।
এছাড়া সীমিত আকারে কিছু সংখ্যক প্রাইভেট কার, মোটরসাইকেল চলতে দেখা গেলেও দেখা যায়নি দূর পাল্লার কোসঘ যানবাহন।
বেলা ১১টা নাগাদ সাভার বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল নিয়ে অবস্থান করছে শতাধিক আন্দোলনকারী।
এই প্রতিবেদন লেখার সময় বেলা আড়াইটা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান করছেন আন্দোলনকারীরা।