সিরাজগঞ্জ ও কুমিল্লায় সংঘর্ষে ১৪ পুলিশ সদস্য নিহত
সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে ১৩ জন পুলিশ সদস্য মারা গেছেন। এদিকে সংঘর্ষে কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ নিয়ে আজ রোববার ১৪ জন পুলিশ নিহত হলো।
পুলিশ সদর দপ্তরের সিনিয়র তথ্য কর্মকর্তা কামরুল হাসান টিবিএসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে রয়েছেন এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক, উপ-পরিদর্শক (এসআই) প্রণদেশ ও রইস, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওবায়দুল, কনস্টেবল সালেক, হাফিজ, রবিউল ও আনিস। অন্যদের পরিচয় এখনও জানা যায়নি।
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি ঘিরে আজ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বহু হতাহতের খবর পাওয়া যায়।
এর আগে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) বিজয় বসাক জানান, তারা এখন পর্যন্ত ১১ জন নিহতের কথা জানতে পেরেছেন।
তিনি বলেন, প্রাথমিক সোর্স ও চৌকিদার থেকে প্রাপ্ত সূত্রে মতে সিরাজগঞ্জে এ পর্যন্ত ১১ জন পুলিশ সদস্যের মরদেহ পাওয়া গেছে। এটা আরো বাড়তে পারে।
এর আগে জেলা শহরে সংঘর্ষে আরও চারজন নিহত হন। আহত হন বেশ কয়েকজন। দুই সংসদ সদস্যের বাড়িসহ জেলায় ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে বিক্ষোভকারীরা সদর উপজেলার এসএস রোডে জড়ো হন। এ সময় তারা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালান। আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভকারীদের প্রতিহত করার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর পরপরই সদর উপজেলার বিভিন্ন এলাকায় সংঘর্ষ শুরু হয়।