চট্টগ্রামের নিউমার্কেট মোড় ফের ছাত্র-জনতার দখলে
চট্টগ্রামে নিউমার্কেট মোড় আবারো দখলে নিয়েছে ছাত্র-জনতা। আজ রবিবার (৪ আগস্ট) বিকাল ৫ টার দিকে নগরীর ওয়াসা মোড় থেকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে নিউমার্কেটের মোড়ের দিতে যেতে চাইলে তাদের উপর গুলি চালায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
এরপর ছাত্র-জনতা আওয়ামী লীগকে ধাওয়া দিয়ে সিটি কলেজ ও কালীমন্দির মোড়ের দিকে নিয়ে যায়। এসময় নিউমার্কেট মোড়ে আগে থেকে অবস্থান করা পুলিশদেরও আওয়ামী লীগের সাথে ধাওয়া দেয় আন্দোলনকারীরা।
এর আগে সকালে নিউমার্কেট মোড়ে দফায় দফায় গুলি ও হামলা চালিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় আওয়ামী লীগ ও পুলিশ। এরপর গুলি ও হামলার ঘটনা নগরীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।
ছত্রভঙ্গ শিক্ষার্থীদের বড় একটি গ্রুপ ওয়াসা মোড়, একটি গ্রুপ টাইগারপাস মোড় অপর একটি গ্রুপ লালদীঘিতে অবস্থান করে বিক্ষোভ করে। এরমধ্যে নগরীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে গুলি ও হামলা চালায় আওয়ামী লীগ। এতে বিকাল ৬টা পর্যন্ত পুরো চট্টগ্রামে কমপক্ষে ১৬০ জন আহত হয়েছেন বলে পুলিশ প্রশাসন ও হাসপাতাল সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার মো. তসলিম উদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)-কে জানান, বিকাল ৬ টা পর্যন্ত চমেক হাসপাতালে ১৩২ জনকে ভর্তি করা হয়েছে, যাদের বেশিরভাগ গুলিবিদ্ধ। এরমধ্যে আশঙ্কাজনক তিন জনকে আইসিইউতে নেওয়া হয়েছে। এছাড়া দুই নারী শিক্ষার্থীসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন কমপক্ষে ৩০ জন।