সাভারে পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষে নিহত ৫
সাভারে পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষে সোমবার (৫ আগস্ট) অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে হাসপাতাল সূত্র ও আমাদের সংবাদদাতারা জানিয়েছেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
এদিকে সাভার ও আশুলিয়ায় সংঘর্ষের সময় পুলিশের গুলিতে অন্তত দুই শতাধিক মানুষ আহত হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
সোমবার ক্ষমতা থেকে পদত্যাগের পর শেখ হাসিনা বেলা আড়াইটার দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে চড়ে ছোট বোন শেখ রেহানাসহ ভারতের উদ্দেশে রওনা দেন।
পরে তাদেরকে বহনকারী একটি বাংলাদেশি সামরিক বিমান ভারতের উত্তর প্রদেশের গজিয়াবাদের হিন্দন বিমানঘাঁটিতে (দিল্লির কাছে) পৌঁছায়।
ধারণা করা হচ্ছে শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করবেন না, লন্ডনে চলে যাবেন।
শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় থাকেন যুক্তরাষ্ট্রে। অন্যদিকে মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল থাকেন দিল্লিতে।
এদিকে হাসিনার পদত্যাগের পর প্রধান প্রধান রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা শেষে বেলা পৌনে ৪টার দিকে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সংক্ষিপ্ত ভাষণে তিনি বলেন, 'আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে কার্যক্রম পরিচালনা করব। সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে।'