ঢাকার সড়কে অস্বাভাবিক শূন্যতা!
ঢাকার রাস্তায় সাধারণত যানবাহনে পরিপূর্ণ থাকে। তবে গতকাল (সোমবার) প্রধানমন্ত্রী পদ থেকে অবসরের পর আজ (মঙ্গলবার) ঢাকার রাস্তায় এক অস্বাভাবিক শূন্যতা লক্ষ্য করা গেছে।
রাজধানীর প্রধান মোড়গুলো ঘুরে দেখা যায়, কোথাও কোনো ট্রাফিক পুলিশ উপস্থিত নেই। এমনকি ভিআইপি চলাচলও দেখা যাচ্ছে না; যা কি-না যানজটের অন্যতম কারন।
এক মাসেরও বেশি সময় ধরে শিক্ষার্থীদের মাঠ পর্যায়ের আন্দোলন ছিল। সেক্ষেত্রে সবকিছুতেই ব্যাপক বিঘ্ন ঘটে।
এমতাবস্থায় শিক্ষার্থীদের নেতৃত্বে আওয়ামী লীগ সরকার পতনের সাথে সাধারণ জনজীবন স্থবির হয়ে পরেছে। রাজধানীকে বেশ নীরবতা কাজ করছে।
বাংলাদেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ খোলার কথা থাকলেও সেখানে কোনো যানজট দেখা যাচ্ছে না। ঢাকায় যা একটি বিরল দৃশ্য। মূলত সরকারী ও বেসরকারী পরিবহনগুলি রাস্তার না চলাচলের জন্যই সৃষ্টি হয়েছে।